কামিন্সের টি-টোয়েন্টি দলেই থাকা উচিত না: ডুল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
১১ জুলাই ২৫
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে প্যাট কামিন্সের জায়গা পাওয়া উচিত নয় বলে মনে করেন সাইমন ডুল। এই পেসারকে না খেলিয়ে কেন রিচার্ডসনকে খেলানো উচিত বলেই মনে করেন এই জনপ্রিয় ধারাভাষ্যকার।
ঘরের মাঠে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। তারা উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছে ৮৯ রানের বিশাল ব্যবধানে। কামিন্স, মিচেল স্টার্কদের নিয়ে গড়া বোলিং লাইনআপের বিরুদ্ধে নিউজিল্যান্ড ২০০ রান তুলেছিল।

এরপর ব্যাটাররা আর সেই লক্ষ্য তাড়া করার মানসিকতাই দেখাতে পারেনি। মূলত মিচেল স্যান্টনার, টিম সাউদিদের বিপক্ষে ব্যাট হাতে দাঁড়াতেই পারেননি অজি ব্যাটাররা। ম্যাচ হারের পরই অজি বোলারদের সমালোচনা করেছেন ডুল।
এত দ্রুত সবকিছু ঘটবে, তা ভাবিনি: স্টার্ক
১৫ জুলাই ২৫
সাবেক এই কিউই ক্রিকেটার বলেছেন, 'আমার মনে হয় অস্ট্রেলিয়া চিন্তায় পড়বে। বিশেষ করে বোলিংয়ের কিছু অংশ তাদের চিন্তার কারণ হবে। আমি প্রস্তুতি ম্যাচেও বলেছিলাম। ব্যক্তিগতভাবে আমার মনে হয় প্যাট কামিন্সের টি-টোয়েন্টি দলে থাকা উচিত না।'
কামিন্স ছাড়াও অস্ট্রেলিয়া নিয়মিত মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউডকে নিয়ে খেলে থাকে। এদের প্রত্যেকেই গতি নির্ভর পেসার। এই বোলিং লাইনআপে ভ্যারিয়েশন যোগ করতে রিচার্ডসনকে খেলানো উচিত বলে মনে করেন তিনি।
এ প্রসঙ্গে ডু বলেন, 'আমার মনে হয় কেন রিচার্ডসনকে খেলানো উচিত। আমার ধারণা সে ভালো ভ্যারিয়েশন যোগ করতে হবে যেটা এখন নেই। স্টার্ক, হ্যাজেলউড, কামিন্সের শুধু পেসই আছে। তাদের ভিন্নধর্মী বোলার নেই।'