বাংলাদেশকে না হারানোর কোনো কারণই দেখছে না নেদারল্যান্ডস

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান সিরিজের বাংলাদেশ দল ঘোষণা, এবারও নেই সোহান
২ ঘন্টা আগে
বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে যাত্রা শুরু করবে নেদারল্যান্ডস। এই ম্যাচে বাংলাদেশকে না হারাতে পারার কোনো কারণ দেখছেন না ডাচ ব্যাটার টম কুপার।
প্রথম পর্বে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলেই বিশ্বকাপের মূলপর্বে উঠেছে নেদারল্যান্ডস। প্রথম পর্বে নামিবিয়া ও সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে দলটি। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে তারা।

কুপারের মতে, গত কয়েক সপ্তাহ খেলার মধ্যে থাকার কারণে বাংলাদেশ থেকে কিছুটা হলেও এগিয়ে আছে নেদারল্যান্ডস। অপরদিকে প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হারে বাংলাদেশ। সাউথ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
কুপার বলেন, 'সুপার-১২ তে বেশ কয়েকটি শক্তিশালী দল আছে। বাংলাদেশের বিপক্ষে আমাদের ভালো সুযোগ আছে। আমরা ইতোমধ্যেই কিছু প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছি। বাংলাদেশ সবে শুরু করবে। তারা একটি অনুশীলন ম্যাচ খেলেছে, আরেকটি বাতিল হয়েছে।'
'আপনারা মনে করছেন, এটা একটা অঘটন হবে (নেদারল্যান্ডস জিতলে)। তবে আমরা এটা সেভাবে দেখছি না। আমরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছি। এদের সাথে আগেও আমরা অনেক ক্লোজ ম্যাচ খেলেছি। তাদের আগামীকাল না হারানোর কোনও কারণই দেখছি না।'
সুপার-১২তে বাংলাদেশের বিপক্ষে নেদারল্যান্ডসের ম্যাচটি শুরু হবে ২৪ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ১০ টায়।