লিটন ওপেন করলেই বাংলাদেশ জিতবে?, প্রশ্ন সাকিবের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ম্যাক্স-সিক্সটিতে মায়ামি ব্লেজের অধিনায়ক সাকিব

৬ ঘন্টা আগে
ম্যাক্স-সিক্সটিতে মায়ামি ব্লেজের অধিনায়ক সাকিব আল হাসান, ফেসবুক।

টি-টোয়েন্টিতে প্রতিষ্ঠিত ওপেনার হিসেবেই পরিচিত লিটন দাস। যদিও এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে মিডল অর্ডারে নামানোর পরিকল্পনা চলছে। লিটনকে নিয়ে যে পরিকল্পনা সেটাতেই অটল থাকতে চান সাকিব আল হাসান। নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামার আগের দিন বাংলাদেশের অধিনায়ক জানান, যেকোনো পজিশনে খেলতে সক্ষম তার দলের ক্রিকেটাররা।


বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে মিডল অর্ডারে ব্যাটিং করতে দেখা গেছে লিটনকে। অথচ ওপেনার হিসেবেই জাতীয় দলে সুপরিচিত এই স্টাইলিশ ব্যাটার।


promotional_ad

টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে নেমে নাইম শেখের সঙ্গে ১৭ ইনিংসে ৩৯৫ রান করেছেন তিনি। এ ছাড়াও তামিম ইকবালের সঙ্গে ১৩ ইনিংসে ৩৭৬ রান এসেছে তার ব্যাটে। তবুও ওপেনিংয়ের পরিকল্পনায় নেই তিনি।


আরো পড়ুন

পাকিস্তান সিরিজের বাংলাদেশ দল ঘোষণা, এবারও নেই সোহান

২ ঘন্টা আগে
বাংলাদেশ দল, ক্রিকফ্রেঞ্জি

এই ব্যাপারে সাকিবকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আপনার কি মনে হয় লিটন ওপেন করলেই আমরা জিতব? বা ওপেনার ঠিক হয়ে গেলেই আমরা জিতবো? (হাসি) আপনি যেভাবে বলছেন, সিদ্ধান্ত যে নেয় সেই জায়গায় আপনাকে রাখতে হবে।’


পরক্ষণেই অবশ্য পুরো ব্যাপারটি আরও ভালোভাবে বুঝিয়েছেন সাকিব। দলের ক্রিকেটারদের 'ওপেন মাইন্ডেড' হওয়ার বার্তা দিয়েছেন তিনি। এর অর্থ হচ্ছে দলের প্রয়োজনে যাকে যখন যে ভূমিকায় খেলতে হয়, সেভাবেই যেন খেলে ক্রিকেটাররা। ক্রিকেটারদের ম্যাচের অবস্থা বুঝে পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নেয়ার আহ্বানও জানিয়েছেন সাকিব।


তিনি আরও বলেন, ‘দেখুন এখানে ১৫ জন খেলতে এসেছে এবং সবাই রেডি ও ফিট। সবাই প্রতিটি পজিশনের জন্য মানিয়ে নেবার সক্ষমতা রাখে। আমরা চাই, আমি অন্তত ব্যক্তিগতভাবে চাই যে সবাই সেই জিনিসটা মানিয়ে নিতে পারবে, ওপেন মাইন্ডেড থাকবে। দলের জন্য যাকে যেখানে যখন খেলতে হয়। যার যখন যেখানে বোলিং করা লাগে, ফিল্ডিং করা লাগে সবাই সেটার জন্য প্রস্তুত থাকবে।’


‘টি-টোয়েন্টি ম্যাচে সে দলগুলোই ভালো করে যাদের এই অ্যাডাপ্টিবিলিটি বেশি ভালো আছে। সুতরাং আমি আশা করি আমাদের দলের সবারই এই জ্ঞানটা আছে এবং এই সম্পর্কে সবাই অবগত। যে যাকে যখন যেখানে লাগবে তার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে, সেই জায়গাতে সবাই প্রস্তুতও আছে। এখান থেকেই আমাদের ১১ জন বাছাই করতে হবে। আমি নিশ্চিত যে ১১ জনই বাছাই করি তারা দেশের হয়ে ভালো করার চেষ্টা করবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball