নেদারল্যান্ডস-জিম্বাবুয়েকে সহজ ভাবে নিচ্ছে না বাংলাদেশ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পাকিস্তান সিরিজের বাংলাদেশ দল ঘোষণা, এবারও নেই সোহান

২ ঘন্টা আগে
বাংলাদেশ দল, ক্রিকফ্রেঞ্জি

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে দারুণ লড়াই করেছে দলগুলো। সুপার টুয়েলভে যাওয়ার পথে ধাক্কা খেয়েছে ওয়েস্ট ইন্ডিজের মতো দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরাও। তাই বাংলাদেশের গ্রুপে কোয়ালিফাই করা নেদারল্যান্ডস-জিম্বাবুয়েকে হালকা ভাবে নিচ্ছে না বাংলাদেশ। তবে তাদের বিপক্ষে ভালো ক্রিকেট খেলবে বাংলাদেশ এমনটাই মনে করে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের পরিচালক জালাল ইউনুস।


সাম্প্রতিক সময়ে এই দুই দলই ভালো ক্রিকট খেলেছে। বিশেষ করে চলমান বিশ্বকাপে। নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে শুরু করেছিল নেদারল্যান্ডস। এরপর নামিবিয়ার বিপক্ষেও জিতে ডাচরা। নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে গেলেও সুপার টুয়েলভে যেতে কোনো সমস্যা হয়নি তাদের।


promotional_ad

জিম্বাবুয়ে শুরু করেছিল আয়ারল্যান্ডকে ৩১ রানে হারিয়ে। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ রানের ব্যবধানে হেরে গেলেও শেষ ম্যাচে দারুণ ভাবে ফিরে আসে রোডেশিয়ানরা। নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়ে সুপার টুয়েলভে নিশ্চিত করে তারা।


জালাল ইউনুস বলেন, 'আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো এই পর্বে যারা কোয়ালিফাই করেছে তারা সবারই সামর্থ্য আছে এবং খুব শক্তিশালী দল। তারা সেখানে প্রমাণ দিয়ে এসেছে। আপনি দেখুন, যতগুলো সহযোগী দেশ খেলেছে এখানে নামিবিয়া, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, জিম্বাবুয়ে, তারা সবাই এই ফরম্যাটে খুব ভালো করেছে। তাদের পারফরম্যান্স খুবেই ভালো ছিল। কোয়ালিফাইং রাউন্ডে আপনারা সবাই খেলা দেখেছেন। প্রতিটি ম্যাচেই কিন্তু প্রতিযোগিতা ছিল। তারা দারুণ ফাইট করেছে এবং কাছাকাছি ছিল। এখানে নামিবিয়াও চলে আসতে পারতো। তার মানে প্রতিটি দলই তারা ভালো খেলেছে।'


নির্দিষ্ট সময়ের মধ্যে র‍্যাংকিংয়ে এগিয়ে থাকয় এবারের বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলিভে খেলছে বাংলাদেশ। যেখানে আট দলের সঙ্গে প্রথম রাউন্ড থেকে যোগ দিয়েছে চার দল। এই চার দলের মধ্যে জিম্বাবুয়ে এবং নেদারল্যান্ডস এসেছে বাংলাদেশের গ্রুপে।


জালাল ইউনুস বলেন, 'স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে বলেন, তারা কিন্তু প্রমাণ করেছে টি-টোয়েন্টিতে তারা খুবই শক্তিশালী দল। এবং যাদের বিপক্ষেই খেলি আমরা তারা সবাই খুবই শক্তিশালী। সাউথ আফ্রিকা বা ভারত, পাকিস্তান থেকে তারা কোন অংশে কম (না)...অন্তত এই ফরম্যাটে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball