স্বাগতিকদের হারিয়ে নিউজিল্যান্ডের শুভসূচনা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
১১ জুলাই ২৫
স্বাগতিক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে খেলছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ঘরের মাঠের বিশ্ব আসরে তারা নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না। প্রথম ম্যাচে তারা কিউইদের কাছে হেরেছে ৮৯ রানে।
এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে ২০০ রান করেছিল নিউজিল্যান্ড। জবাবে মাত্র ১১১ রানে অল আউট হয়ে গেছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৯২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন ওপেনার ডেভন কনওয়ে।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। দলীয় ৫ রানেই তারা হারায় ওপেনার ডেভিড ওয়ার্নারের উইকেট। আরেক ওপেনার অ্যারন ফিঞ্চ ফেরেন দলীয় ৩০ রানে। দলীয় ৩৪ রানে আউট হয়ে যান মিচেল মার্শও।
এত দ্রুত সবকিছু ঘটবে, তা ভাবিনি: স্টার্ক
১৫ জুলাই ২৫
এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি অজিরা। তাদের হয়ে সর্বোচ্চ ২৮ রানের ইনিংস খেলেছেন গ্ল্যান ম্যাক্সওয়েল। নিউজিল্যান্ডের হয়ে মাত্র ৬ রানে ৩ উইকেট নিয়েছেন টিম সাউদি। ৩টি উইকেট পেয়েছেন মিচেল স্যান্টনারও। যদিও তিনি রান খরচা করেছেন ৩১। ২টি উইকেট গেছে ট্রেন্ট বোল্টের ঝুলিতে। একটি করে উইকেট নিয়েছেন লকি ফার্গুসন ও ইস সোধি।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে কনওয়ে ও ফিন অ্যালেনের ব্যাটে উড়ন্ত সূচনা পায় কিউইরা। ওপেনিং জুটিতেই তারা যোগ করেন ৫৬ রান। শুরু থেকেই দারুণ আক্রমণাত্মক ছিলেন অ্যালেন। তার ব্যাট থেকে আসে ১৬ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস।
এরপর অধিনায়ক কেন উইলিয়ামসনকে নিয়ে আরেকটি বড় জুটি গড়েন কনওয়ে। উইলিয়ামসন ফিরেছেন ২৩ রান করে। গ্লেন ফিলিপস এদিন থিতু হতে পারেননি। ১০ বলে ১২ রান করে সাজঘরের পথ ধরেন তিনি। যদিও জিমি নিশামের ১৩ বলে ২২ আর কনওয়ের অপরাজিত ৫৮ বলে ৯২ রানের ইনিংসে বড় পুঁজি পায় কিউইরা। অস্ট্রেলিয়ার হয়ে ২টি উইকেট নেন জস হ্যাজেলউড। আর একটি উইকেট পেয়েছেন অ্যাডাম জাম্পা।