অনিশ্চিত ওকসকে নিয়ে ঝুঁকি নিতে চান না বাটলার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বৃষ্টির নাটক ছাপিয়ে গুজরাটের শ্বাসরুদ্ধকর জয়
৭ মে ২৫
টি-টোয়েন্টি বিশ্বকাপের পেস বান্ধব উইকেটে ইংল্যান্ডের সবচেয়ে বড় অস্ত্র ক্রিস ওকস। গতির সঙ্গে বাউন্স ব্যবহার করে ব্যাটারদের বেশ ভালোভাবেই ধরাশয়ী করতে পারেন ডানহাতি এই পেসার। তবে ইনজুরি যেন তাকে থিতুই হতে দিচ্ছে না। চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে অনিশ্চিত ওকস। এই গতি তারকাকে নিয়ে ঝুঁকি নিতে চান না অধিনায়ক জস বাটলারও।
প্রায় বছর খানেক বাইরে থাকার পর পাকিস্তান সফরের আগে চোট থেকে সেরে উঠেন ওকস। এর আগে বাম হাঁটুতে অস্ত্রপচারও করতে হয়েছে তাকে। বাবর আজমদের বিপক্ষে শেষ ম্যাচে এবং অস্ট্রেলিয়া সফরে দুর্দান্ত ছিলেন তিনি। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যাওয়া শেষ ওয়ানডেতে অজিদের রীতিমতো চেপে ধরেছিলেন ওকস।

ডানহাতি এই পেসারের দুর্দান্ত বোলিংয়ের সামনে পাত্তাই পায়নি অস্ট্রেলিয়ার টপ অর্ডার। তবে বিশ্বকাপ শুরু হতেই চোটে পড়েছেন ওকস। উরুর চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে খেলা নিয়ে সংশয় আছে। পুরো ফিট হওয়ার আগে ওকসকে ঝুঁকি নিয়ে খেলাতে চায় না ইংল্যান্ড।
এ প্রসঙ্গে বাটলার বলেন, ‘সে (ওকস) এমন এক খেলোয়াড় নয় যে, তাকে নিয়ে আমরা ঝুঁকি নিতে পারি। আশাকরি এখন সে সুস্থ আছে। আশাকরি আজ আমাদের সাথে অনুশীলনে অংশ নেবে এবং পুরোপুরি সেরে উঠবে। সে অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।'
চলতি বছরে টি-টোয়েন্টিতে দারুণ ছন্দে রয়েছেন রিস টপলি। ইংলিশদের হয়ে এ বছর টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট নেয়ার মালিকও বাঁহাতি এই পেসার। তবে চোটের কারণে বিশ্বকাপ খেলা হচ্ছে না তার। অনুশীলন করার সময় চোটে পড়ায় বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন তিনি।
টপলি ছিটকে যাওয়ায় হতাশ অধিনায়ক বাটলার। এদিকে টপলির বদলি হিসেবে ইংল্যান্ডের স্কোয়াডে জায়গা পেয়েছেন টাইমাল মিলস। বাঁহাতি এই পেসার কিছুদিন আগেই গোড়ালির চোট থেকে সেরে উঠেছেন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য চোটের কারণে নিজেই ছিটকে গিয়েছিলেন।