সাউথ আফ্রিকার হেড কোচের দায়িত্ব ছাড়ছেন বাউচার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

হার্দিকের মতো ক্রিকেটারের অসম্মান প্রাপ্য না: বাউচার

২২ মার্চ ২৫
হার্দিক পান্ডিয়া ও মার্ক বাউচার

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই সাউথ আফ্রিকা ক্রিকেট দলের হেড কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মার্ক বাউচার। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর সাউথ আফ্রিকার ডাগ আউটে দেখা যাবে না তাকে।


২০২৩ বিশ্বকাপ পর্যন্ত ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন বাউচার। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর হুট করেই নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানান তিনি। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করে সিএসএ।


promotional_ad

সিএসএ তাদের বিবৃতিতে জানায়, ক্যারিয়ারে নতুন চ্যালেঞ্জ নিতে এবং ব্যক্তিগত কারণেই সাউথ আফ্রিকা হেড কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন বাউচার। নিজেদের দেশের ইতিহাসের অন্যতম সেরা এই উইকেটরক্ষকের সিদ্ধান্তের প্রতি সম্মানও জানায় সিএসএ।


২০১৯ বিশ্বকাপের পর সাউথ আফ্রিকার দায়িত্ব নেন বাউচার। সেই থেকে তার অধীনে ১১টি টেস্ট, ১২টি ওয়ানডে এবং ২৩টি টি-টোয়েন্টি জিতেছে সাউথ আফ্রিকা। ৪৫ বছর বয়সী এই কোচের অধীনে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে দুই নম্বরে আছে প্রোটিয়ারা।


এদিকে ইএসপিএন ক্রিকইনফোর খবর, সাউথ আফ্রিকার নতুন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে এমআই কেপ টাউনের হেড কোচের দায়িত্ব নিতে পারেন বাউচার। যদিও এখনও নিশ্চিতভাবে জানা যায়নি কিছুই।


আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার আগে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর ভারতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে সাউথ আফ্রিকা।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball