‘দেখাতে চেয়েছিলাম আমরা এতটা খারাপ নই’

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
স্মৃতির সেঞ্চুরিতে লঙ্কানদের উড়িয়ে ভারতের ত্রিদেশীয় সিরিজ জয়
১১ মে ২৫
এশিয়া কাপের গ্রুপ পর্বে ফজল হক ফারুকি-মুজিব উর রহমানদের সামনে দাঁড়াতেই পারেননি লঙ্কান ব্যাটাররা। ১০৫ রানে অল আউট হয়ে শেষ পর্যন্ত ৮ উইকেটের বড় ব্যবধানে হারতে হয়েছিল দাসুন শানাকার দলকে। যদিও বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে স্বাগতিকরা।
এদিকে সুপার ফোরে আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড রান তাড়া করে শ্রীলঙ্কা। এদিন টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো ১৭০ রানের বেশি সংগ্রহ করেও হারের স্বাদ পেয়েছে আফগানিস্তান। মোহাম্মদ নবির দলকে হারিয়ে ভানুকা রাজাপাকশে জানালেন, তারা দেশবাসীকে দেখাতে চেয়েছিলেন তারা এতটা খারাপ দল নয়।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে রাজাপাকশে বলেন, ‘এটা ছিল আমাদের শাপমোচনের। কারণ আগের ম্যাচে আফগানিস্তানের কাছে আমরা ১০৫ রানে অলআউট হয়েছিলাম, যা ছিল বিব্রত। তাই আমরা চেয়েছিলাম ঘুরে দাঁড়িয়ে দেশবাসীকে দেখাতে যে আমরা এতটা খারাপ নই।’
শারজাহতে ১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নামা শ্রীলঙ্কাকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার পাথুম নিশানকা ও কুশল মেন্ডিস। এরপর ত্রিশ ছাড়ানো ইনিংস খেলে লঙ্কানদের জয় নিশ্চিত করেন দানুশকা গুনাথিলাকা ও রাজাপাকশে।
শানাকা আউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমেই ঝড় তোলেন বাঁহাতি এই ব্যাটার। শেষ পর্যন্ত ১৪ বলে ১ ছক্কা ও ৪ চারে ৩১ রানের ক্যামিও ইনিংস খেলে ফেরেন রাজাপাকশে। ব্যাটিংয়ের জন্য উইকেট ভালো ছিল বলে জানান তিনি। এমনকি ১৭৫ রান তাদের যথার্থ ছিল বলে মনে করেন বাঁহাতি এই ব্যাটার।
রাজাপাকশে বলেন, ‘যখন ব্যাট করতে নামলাম আমি তখনই বুঝতে পারলাম ব্যাটিংয়ের জন্য উইকেটটা ভালো। ১৭৫ রানটা আমাদের কাছে যথার্থ মনে হয়েছিল। ছেলেরা দারুণ করেছে এবং আমাদের জন্য এটি ছিল চমৎকার জয়।’