সুপার ফোরে ভারত-পাকিস্তানকে হারিয়ে দেবে আফগানিস্তান!

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
'পাকিস্তানের চেয়ে বেশি ম্যাচ জিতেছে আফগানিস্তান', ওয়াসিম-ওয়াকারদের খোঁচা জাদেজার
১ মার্চ ২৫
শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে-বোলিংয়ে দাপট দেখিয়ে ম্যাচ জেতার পর বাংলাদেশের বিপক্ষেও ৭ উইকেটের জয়, গ্রুপ পর্বে অপরাজিত থেকে সুপার ফোরে নাম লিখিয়েছে আফগানিস্তান। রীতিমতো উড়তে থাকা আফগানরা এখন টুর্নামেন্টের অন্যতম ফেভারিট। তারা সুপার ফোরে ভারত কিংবা পাকিস্তানকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিলেও অবাক হবেন না অজয় জাদেজা।
আসর শুরুর আগে আফগানিস্তানকে বাংলাদেশ, শ্রীলঙ্কার কাতারে রাখলেও অনেকেই অভিজ্ঞতার বিচারে এই দুই দলের থেকে পিছিয়ে রেখেছিলেন অনেকে। কিন্তু টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই নিজেদের সামর্থ্যের জানান দিয়েছেন রশিদ খান-মুজিবুর রহমানরা।

ব্যাটিং কিংবা বোলিং কোনো বিভাগেই লঙ্কানদের পাত্তা দেয়নি আফগানিস্তান। ম্যাচ জিতেছে ৭ উইকেটের বিশাল ব্যবধানে। এরপর বাংলাদেশের বিপক্ষে দাপট দেখিয়েছে তারা। বিশেষ করে তাদের বোলারদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। শেষ পর্যন্ত এই ম্যাচে তারা ৭ উইকেটের জয় পেয়েছে।
দিল্লিতে ব্রুকের বদলি সেদিকউল্লাহ
৭ মে ২৫
জাদেজা বলেন, 'সুপার ফোরে এই ছেলেদের (আফগানিস্তান) সঙ্গে খেলার সময় দলগুলোর সতর্ক থাকা উচিত। সুপার ফোরে এই ছেলেরা যদি বড় দলগুলোর (ভারত, পাকিস্তান) মধ্যে একটিকে ছিটকে দেয় তাহলে আমি অবাক হবো না।'
আফগানিস্তানের বড় শক্তির জায়গা তাদের স্পিন বিভাগ। সময়ের অন্যতম সেরা দুই স্পিনার রশিদ-মুজিবের সঙ্গে আছেন মোহাম্মদ নবির মতো অভিজ্ঞ স্পিনার। তবে ব্যাটিংয়েও তারা খুব একটা পিছিয়ে নেই। রহমান উল্লাহ গুরবাজ কিংবা নাজিবুল্লাহ জাদরানের মতো পাওয়ার হিটার আছে দলে। যার বড় শট খেলার সামর্থ্য রাখেন।
জাদেজা বলেন, 'তাদের ফায়ারপাওয়ার আছে, সবাই জানে বোলিংয়ে তারা কি করতে পারে। কল্পনা করুন যে, ভারত বা পাকিস্তানের ২০/২ বা ৩০/২, এমন অবস্থা হলে তারা (আফগানিস্তান) আর আপনাকে ম্যাচে ফিরতে দেবে না। এই ছেলেদের সেই সক্ষমতা আছে।'