সহজ ম্যাচ কঠিন করে জিতল অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়েনের অলরাউন্ড নৈপুণ্যে জয়ে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার
২১ জুলাই ২৫
টাউন্সভিলেতে সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে পাঁচ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অ্যারন ফিঞ্চের দল। প্রথমে ক্যামেরন গ্রিনের পাঁচ উইকেট, তারপর ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ এবং গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটিংয়ে এই জয় পেয়েছে অস্ট্রেলিয়া।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৪৭.৩ ওভারে ২০০ রান করে জিম্বাবুয়ে। শুরুটা অবশ্য ভালো করেছিল রোডেশিয়ানরা। উদ্বোধনী জুটিতে দলটি তোলে ৪২ রান। ইনোসেন্ট কাইয়া ৪০ বলে ১৭ রান করে ফিরলে জুটি গড়েন তাদিওয়ানাসে মারুমানি এবং ওয়েসলি মাধেভেরে।
এই দুজন দলের রানের খাতায় যোগ করেন আরও ৪৫ রান। ৬১ বলে ৪৫ রান করা মারুমানিকে অ্যাডাম জাম্পা বোল্ড করে ফেরালে আবারও বিপদে পড়ে জিম্বাবুয়ে। তারপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি।

একপ্রান্ত আগলে রেখে দলের রান বাড়াতে থাকেন মাধেভেরে। ৯১ বলে চারটি চারে ৭২ রান করে ফিরে যান তিনি। শেষদিকে অধিনায়ক রেগিস চাকাভা করেন ৩১ রান। জিম্বাবুয়ের ইনিংস বড় না হওয়ার কারণ গ্রিনের অসাধারণ বোলিং।
জিম্বাবুয়ের টেস্ট দলে ফিরলেন রাজা-কারান
৫ ঘন্টা আগে
মাত্র ৩৩ রান খরচায় পাঁচ উইকেট নেন এই অলরাউন্ডার। এছাড়া জাম্পা নেন ৫৭ রান খরচায় তিন উইকেট। একটি করে উইকেট নেন মিচেল স্টার্ক এবং মিচেল মার্শ।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করে অস্ট্রেলিয়াও। যদিও দলীয় ৪৩ রানে অধিনায়ক ফিঞ্চের উইকেট হারায় তারা। ২১ বলে ১৫ রান করে ফিরে যান ফিঞ্চ। তারপর ওয়ার্নার ও স্মিথ মিলে দলের রানের খাতায় যোগ করেন আরও ৬৫ রান।
৬৬ বলে ৫৭ করে সিকান্দার রাজার বলে বোল্ড হয়ে ফিরে যান ওয়ার্নার। তারপর শুরু হয় রায়ান বার্লের জাদু। অ্যালেক্স ক্যারি (১০), মার্কাস স্টইনিস (১৯) এবং মিচেল মার্শকে (২) ফেরান তিনি। শেষোক্ত দুজনকে ফেরান একই ওভারে।
১৫৫ রানে পাঁচ উইকেট হারানো অস্ট্রেলিয়াকে ৯৯ বল হাতে রেখে জয় পাইয়ে দেন স্মিথ এবং ম্যাক্সওয়েল। ৮০ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন স্মিথ। অপরদিকে তিনটি ছক্কা এবং সমান সংখ্যক চারে ৯ বলে অপরাজিত ৩২ রান করেন ম্যাক্সওয়েল।
এই ম্যাচ শুরুর আগে প্রয়াত অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডসের স্মরণে নিরবতা পালন করে অস্ট্রেলিয়া এবং জিম্বাবুয়ে।