আফগানিস্তান এশিয়া কাপ জিততে পারে: আসগর

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ
১৮ জুলাই ২৫
সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ায় আফগানিস্তানের ভালো সম্ভাবনা দেখছেন আসগর আফগান। দেশটির সাবেক এই অধিনায়কের মতে, এবারের এশিয়া কাপ জিততেও পারে আফগানিস্তান।
নিজের দলকে নিয়ে আসগরের এমন মন্তব্যের পর এবারের এশিয়া কাপে শ্রীলঙ্কাকে রীতিমতো উড়িয়ে দিয়ে যাত্রা শুরু করেছে আফগানিস্তান। লঙ্কানদের তারা হারিয়েছে আট উইকেট এবং ৫৯ বল হাতে রেখে। এই জয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ বেশ ভালোভাবেই দিয়েছে আফগানিস্তান।

মূলত সংযুক্ত আরব আমিরাতে খেলা হওয়ার কারণেই আফগানিস্তানকে আলাদাভাবে এগিয়ে রাখছেন আসগর। নিজেদের মাঠে সেভাবে খেলার সুযোগ না পাওয়ায় সংযুক্ত আরব আমিরাতকে প্রায় সময়ই 'হোম গ্রাউন্ড' বানিয়ে খেলে আফগানিস্তান।
আসগর বলেন, 'আমি এখনও বিশ্বাস করি আফগানিস্তান এশিয়া কাপ জিততে পারে। আমি তাদের এগিয়ে রাখব, কারণ আমাদের ছেলেরা টি-টোয়েন্টিতে অনেক এগিয়ে আছে, বিশেষ করে যখন আরব আমিরাতে খেলে। দলের বর্তমান ফর্ম এবং খেলোয়াড়দের কম্বিনেশন অনেক ভালো।'
'আমাদের খেলোয়াড়দের বড় একটা শক্তির জায়গা হল, তারা দ্রুত কন্ডিশন মানিয়ে নিতে পারে। আশা করি এবার তারা জিতবে। তারা শুধু খেলার জন্য না খেলে যেন জয়ের জন্য খেলে। বিশ্বকাপটাও দুবাইয়ে হয়েছে, অভিজ্ঞতা আছে যথেষ্ট। ছেলেদের যদি জয়ের বিশ্বাস থাকে, তাদের কেউ আটকাতে পারবে না। খেলোয়াড়দের জয়ের বিশ্বাসটা থাকলেই হবে।'
গ্রুপ পর্বের লড়াইয়ে আফগানিস্তানের পরবর্তী প্রতিপক্ষ বাংলাদেশ। ৩০ আগস্ট সাকিব আল হাসানের দলের বিপক্ষে মাঠে নামবে মোহাম্মদ নবির দল। প্রথম ম্যাচ বড় ব্যবধানে জিতে রান রেটেও বেশ এগিয়ে আছে আফগানরা।