promotional_ad

আফগানিস্তানের তুলনায় বাংলাদেশ সহজ প্রতিপক্ষ: শানাকা

সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট, দুবাই থেকে ||


আরো পড়ুন

২৮ রানে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ হার

১৪ ফেব্রুয়ারি ২৫
স্টিভ স্মিথকে আউট করে ওয়ানিন্দু হাসারাঙ্গার উল্লাস

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের কাছে ব্যাটে-বলে পাত্তাই পায়নি শ্রীলঙ্কা। এই ম্যাচে ১০৫ রানে অল আউট হওয়ার পর ৮ উইকেটে হেরেছে লঙ্কানরা। 'বি' গ্রুপের দ্বিতীয় ম্যাচে আগামী এক সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে এশিয়া কাপের আয়োজকরা।


টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে হারলেও বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিতে চায় শ্রীলঙ্কা। শেষ ম্যাচে হারলে টুর্নামেন্ট থেকেই বিদায় নিতে হবে তাদের। অবশ্য বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখছেন না লঙ্কান দলপতি দাসুন শানাকা।



promotional_ad

তার মতে, আফগানিস্তানের তুলনায় বাংলাদেশের বিপক্ষে খেলা সহজ হবে তার দলের জন্য। এমনকি বাংলাদেশের বোলিং আক্রমণে মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান ছাড়া আর কোনো বিশ্বমানের বোলার নেই বলেও মনে করেন লঙ্কান অধিনায়ক।


এ প্রসঙ্গে শানাকা বলেন, 'আফগানিস্তানের বোলিং আক্রমণ বিশ্বমানের। আর বাংলাদেশ দলে (মুস্তাফিজুর রহমান) ফিজ খুব ভালো বোলার, সাকিব একজন বিশ্বমানের বোলার। এর বাইরে তাদের দলে সেভাবে আর কোনো বিশ্বমানের বোলার নেই। তাই আমি মনে করি, আফগানিস্তানের তুলনায় বাংলাদেশের বিপক্ষে খেলা সহজ হবে।'


শ্রীলঙ্কার চেনা প্রতিপক্ষদের মধ্যে অন্যতম বাংলাদেশ। সেটাই কাজে লাগাতে চায় শ্রীলঙ্কা। আগামী ম্যাচে এটাই বড় ভূমিকা রাখবে বলে আশাবাদী শানাকা। সেই সঙ্গে বাংলাদেশের শক্তিমত্তা নিয়ে ভালোই ধারণা আছে লঙ্কানদের। তাই বাংলাদেশকে সমীহ করছে তারা।



শানাকার ভাষ্য, 'বাংলাদেশ দলের বিপক্ষে আমরা অনেক ম্যাচ খেলেছি। তাদের পরিকল্পনা কী হবে তা জানি, তাদের খেলোয়াড়দের সম্পর্কে জানি। আগামী ম্যাচে এটা বড় ভূমিকা রাখবে। এই যুগে প্রত্যেক দলই প্রতিপক্ষ সম্পর্কে জানে, যদি না প্রতিপক্ষ কোনো ছোট দল হয়। তাই বাংলাদেশের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা অবশ্যই কাজে লাগবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball