সাব্বির ফেরায় খুশি ওয়াসিম জাফর

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘কেউ এক লাখ পেয়েছে আবার কেউ ১০ হাজার টাকা পেয়েছে’

৯ এপ্রিল ২৫
পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বর্জন করেছেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা, ক্রিকফ্রেঞ্জি

সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে হারের বৃত্তে বন্দি বাংলাদেশ দল। এই ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে দলকে ঢেলে সাজানোর চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই ধারাবাহিকতায় নেতৃত্ব দেয়া হয়েছে সাকিব আল হাসানের কাঁধে। সাকিব দায়িত্ব পাওয়ার পরই দীর্ঘদিন পর আবারও জাতীয় দলে ফিরেছেন সাব্বির রহমান। এই হার্ড হিটার ব্যাটার দলে ফেরায় খুশি ওয়াসিম জাফর।


টি-টোয়েন্টির খুবই পরিচিত একটা শব্দ পাওয়ার হিটিং। অথচ এর সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের সম্পর্ক যেন যোজন যোজন দূরত্বের। তবে সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেটে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে এটি নিয়ে। টিম ম্যানেজমেন্টও চায়, ক্রিকেটারদের মধ্যে পাওয়ার হিটিংয়ের মানসিকতা তৈরি করতে।


পাওয়ার হিটিংয়ের জন্য দক্ষতার পাশাপাশি শারীরিক সামর্থ্যেরও প্রয়োজন। তাই টি-টোয়েন্টি ক্রিকেটে সাব্বির হতে পারেন বাংলাদেশের ট্রাম্প কার্ড। তাইতো প্রায় তিন বছর পর দলে ফেরানো হয়েছে এই ব্যাটারকে। ২০১৯ সালের সেপ্টেম্বরে দেশের মাঠে টি-টোয়েন্টি সিরিজের পর দলে জায়গা হারিয়েছিলেন তিনি।


promotional_ad

এরপর ঘরোয়া ক্রিকেটেও খুব একটা সুবিধা করতে পারেননি সাব্বির। গত বছর ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে ১২ ইনিংস খেলেও ছিল না কোনো ফিফটি। মাত্র ১০৪.৫৬ স্ট্রাইক রেটে করেন ২২৯ রান। এরপর সবশেষ বিপিএলে তো ভালো পারফর্ম করতে না পারায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলেই জায়গা হারান। ৬ ম্যাচে ১৮.১৬ গড়ে করেন মাত্র ১০৯ রান।


আরো পড়ুন

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচকে ঘিরে চলাচলের সময়সীমা বাড়ালো মেট্রোরেল কর্তৃপক্ষ

৪ ঘন্টা আগে
ঢাকার রাস্তায় মেট্রোরেল, ফাইল ফটো

সাম্প্রতিক ফর্ম সাব্বিরের পক্ষে কথা না বললেও তার অভিজ্ঞতা আর সামর্থ্যের উপর আস্থা রেখে তাকে আসন্ন এশিয়া কাপের দলে ফিরিয়েছে টিম ম্যানেজমেন্ট। তবে এশিয়ার শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে দল হিসেবে ভালো করতে হলে দলের প্রত্যেকেরই জ্বলে উঠতে হবে বলে মনে করেন ওয়াসিম জাফর।


বিসিবির ব্যাটিং পরামর্শক বলেন, 'আমি মনে করি, তাদের সাম্প্রতিক টি-টোয়েন্টি পারফরম্যান্স খুব একটা ভালো না কিন্তু আপনি জানেন, তাদের কিছু ভালো ক্রিকেটার আছে এবং সাকিব অধিনায়কের দায়িত্ব নিয়েছে। সাব্বির রহমান আবারও দলে ফিরেছে দেখে আমি খুশি, আমি মনে করি, সে খুবই ভালো একজন ক্রিকেটার। কিন্তু বাকি ক্রিকেটারদেরও জ্বলে উঠতে হবে।'


সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর এই ফরম্যাটে আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। এমনকি সর্বশেষ জিম্বাবুয়ে সফরেও সিরিজ হেরেছে তারা। সাম্প্রতিক পারফরম্যান্স এমন হলেও এশিয়া কাপে বাংলাদেশের সাফল্য পাবার সম্ভাবনা দেখছেন ওয়াসিম জাফর। তবে তার জন্য মাঠের ক্রিকেটে নিজেদের সেরাটা দিতে হবে।


তিনি বলেন, 'আপনি জানেন, টি-টোয়েন্টিতে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হয় এবং আমি মনে করি বর্তমান বাংলাদেশ দল খুবই ভালো, তবে মাঠের ক্রিকেটে প্রতিভার প্রতিফলন ঘটাতে হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball