এক মাস ব্যাট ছুঁয়েও দেখেননি কোহলি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘আসল সময়েই কোহলির বুদ্ধি খুলে যায়’

২০ জুলাই ২৫
ট্রফি হাতে বিরাট কোহলি ও রজত পাতিদার, ফাইল ফটো

সময়ের অন্যতম সেরা ব্যাটার হিসেবে ধরা হলেও লম্বা সময় ধরেই ব্যাট হাতে ছন্দে নেই বিরাট কোহলি। কদিন আগে প্রশ্ন উঠেছে দলে তার জায়গা নিয়েও। পুরোনো কোহলিকে ফিরে পেতে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সফরে তাকে বিশ্রাম দিয়েছিল বিসিসিআই। তবে অনেকেরে ধারণা, বিশ্রাম নয় অফ ফর্মের কারণে বাদ পড়েন কোহলি। 


বিশ্রামের সময়টায় নিজেকে গুছিয়ে নেয়ার চেষ্টা করেছেন ভারতের সাবেক অধিনায়ক। সতীর্থরা যখন ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সফরে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তখন কিনা ব্যাটই ছুঁয়ে দেখেননি কোহলি। টিভি চ্যানেল স্টার স্পোর্টসে দেয়া এক সাক্ষাৎকারে কোহলি জানিয়েছেন, গত ১০ বছরে এবারই প্রথম এমনটা হয়েছে। 


promotional_ad

এ প্রসঙ্গে কোহলি বলেন, ‘গত ১০ বছরের মধ্যে প্রথমবারের মতো আমি এক মাস ব্যাট ছুঁয়েও দেখিনি। বুঝতে পারছিলাম, ভালো খেলার জন্য নিজের ভেতরে যে তীব্র ক্ষুধা, তা ঠিকমতো অনূদিত করতে পারছি না। নিজেকে বুঝিয়েছি, ক্ষুধাটা এখনো মরেনি। কিন্তু শরীর থামতে বলছিল ‘


আরো পড়ুন

মাঠে যেন ১১ জন বনাম ২ জন খেলছিল: ব্রুক

২ ঘন্টা আগে
ইংল্যান্ড দল, ফাইল ফটো

‘মন বলছিল, একটা বিরতি নাও। এমনিতে আমি মানসিকভাবে শক্তিশালী। কিন্তু সবারই একটা সীমা আছে, নিজের সীমানাটা সবাইকে জানতে হয়। অন্যথায়, তা সমস্যার সৃষ্টি করতে পারে। সে সময়ে আমি অনেক কিছুই শিখেছি।’


২০১৯ সালের নভেম্বরের পর থেকে সেঞ্চুরির দেখা পাচ্ছেন না কোহলি। সেঞ্চুরি খুঁজতে গিয়ে বছরখানেক হলো নিজের ছন্দই হারিয়ে ফেলেছেন তিনি। মানসিকভাবে শক্তিশালী হলেও এই সময়টায় ভেঙে পড়েছিলেন কোহলি। সাক্ষাৎকারে অকপটে স্বীকার করেছেন ভারতের সাবেক অধিনায়ক।


কোহলি বলেন, ‘বলতে দ্বিধা নেই, তখন মানসিকভাবে ভেঙে পড়ার দশায় পৌঁছে গিয়েছিলাম। এটাই স্বাভাবিক। কিন্তু আমরা নিজেদের ভেতরকার দ্বিধার জন্য এসব নিয়ে কথা বলি না। কারও চোখেই আমরা মানসিকভাবে দুর্বল হিসেবে ধরা পড়তে চাই না। কিন্তু বিশ্বাস করুন, মানসিকভাবে দুর্বল—এটা স্বীকার করার চেয়ে মানসিকভাবে শক্তিশালী হওয়ার ভণিতা করা বেশি সমস্যার সৃষ্টি করে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball