স্টোকস-ফোকসের সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিশাল লিড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

মাঠে যেন ১১ জন বনাম ২ জন খেলছিল: ব্রুক

২ ঘন্টা আগে
ইংল্যান্ড দল, ফাইল ফটো

অধিনায়ক বেন স্টোকস এবং উইকেটরক্ষক বেন ফোকসের দুটি অসাধারণ সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৬৪ রানের বিশাল লিড পেয়েছে ইংল্যান্ড। জবাবে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ২৩ রান করেছে সফরকারীরা। স্বাগতিকদের থেকে তারা পিছিয়ে আছে আরও ২৪১ রানে।


দ্বিতীয় দিনের শুরুর ভাগেই জনি বেয়ারস্টোর উইকেট হারায় ইংল্যান্ড। ইনফর্ম এই ব্যাটারের ব্যাটে আসে ৪৯ রান। অ্যানরিখ নরকিয়ার বলে প্রথম স্লিপে সারেল এরউয়েকে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।


promotional_ad

তার এক ওভার পরেই ওপেনার জ্যাক ক্রলির উইকেট হারায় স্বাগতিকরা। ১০১ বলে ৩৮ রান করে উইকেটরক্ষক কাইল ভেরাইনিকে ক্যাচ দিয়ে ফেরেন ক্রলি। তারপর হাল ধরেন স্টোকস এবং ফোকস।


এই দুজনের জুটিতে ইংল্যান্ড তোলে ১৭৩ রান। ইংল্যান্ডের ইনিংসে গতিপথ বদলে গেছে এই ইনিংসে। ১৬৩ বলে ছয়টি চার ও তিনটি ছক্কায় ১০৩ রান করে ফেরেন স্টোকস। তিনি ফেরার পরও ইংলিশ টেল এন্ডারদের নিয়ে দলের রান বাড়িয়ে যান ফোকস।


এক সময় সেঞ্চুরি পেয়ে যান তিনিও। ২০১৭ বলে ৯টি চারে ১১৩ রান করে অপরাজিত থাকেন ফোকস। শেষদিকে স্টুয়ার্ট ব্রড ২১, অলি রবিনসন ১৭ এবং জ্যাক লিচ ১১ রান করেন। অতিরিক্তর খাতা থেকে আসে ২৭ রান। ৯ উইকেটে ৪১৫ রান করে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড।


সাউথ আফ্রিকার বোলারদের মধ্যে তিন উইকেট নেন নরকিয়া। দুটি করে উইকেট নেন কাগিসো রাবাদা এবং কেশভ মহারাজ। দলটির হয়ে তৃতীয় দিন শুরু করবেন এরউয়ে (১২*) এবং ডিন এলগার (১১*)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball