স্বল্প সময়ে বাংলাদেশের শক্তিমত্তায় চোখ শ্রীরামের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইপিএলের আগে চেন্নাইয়ের সহকারী বোলিং কোচের দায়িত্বে শ্রীরাম

২৪ ফেব্রুয়ারি ২৫
বাংলাদেশের দু’বার কাজ করেছেন শ্রীধরন শ্রীরাম

টি-টোয়েন্টিতে লম্বা সময় ধরেই ‍ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে যেন কোনভাবেই মানিয়ে নিতে পারছে না ক্রিকেটাররা। সবচেয়ে বড় সমস্যা ম্যাচের পরিস্থিতি বুঝে দ্রুত রান তুলতে না পারা। সঙ্গে রয়েছে ব্যাপকহারে ডট বল খেলার প্রবণতাও। কদিন আগে ক্রিকেটারদের টি-টোয়েন্টির ইন্টেন্ট নিয়ে প্রশ্ন তুলেছিলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।


যদিও এসব নিয়ে আপাতত ভাবতে চান না শ্রীধরন শ্রীরাম। বরং এশিয়া কাপে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালটেন্টের ভরসা সাকিব আল হাসানদের শক্তিমত্তা। ভারতীয় এই কোচ মনে করেন, বাংলাদেশ যা ভালো করছে সেগুলো করতে থাকলে যা ভালো করছে না তা এমনিতেই ঠিক হয়ে যাবে।


promotional_ad

পরিসংখ্যান টেনে সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে শ্রীরাম বলেন, ‘পরিসংখ্যান দেখেছি। উইকেট নেওয়ার ক্ষেত্রে—প্রথম ৩ উইকেট নেওয়ার গড়ের ক্ষেত্রে বিশ্বে আমরা অন্যতম সেরা, প্রথম ৫ উইকেট নেওয়ার ক্ষেত্রেও আমরা বিশ্বে অন্যতম সেরা। বাংলাদেশ অনেক কিছুই ঠিকঠাক করেছে এর আগে। এটা আসলে তারা কী ভালো করতে পারেনি, সেটি দেখার বিষয় নয়, কী করেছে— সেটি দেখার বিষয়।’


আরো পড়ুন

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচকে ঘিরে চলাচলের সময়সীমা বাড়ালো মেট্রোরেল কর্তৃপক্ষ

৪ ঘন্টা আগে
ঢাকার রাস্তায় মেট্রোরেল, ফাইল ফটো

‘এর মাধ্যমে সেরাটা বের করে আনা। আমার নজর থাকবে স্বল্প সময়ে তাদের ওইসব শক্তিমত্তার ওপর নির্ভর করা, সেগুলো বাড়ানো। যেগুলো ভালো করিনি, সে সব এমনিতেই ঠিক হয়ে যাবে, যদি আমরা যা ভালো করছি, সেগুলো করতে থাকি।’


কদিন আগে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। নিজেদের খেলা সর্বশেষ ১৯ টি-টোয়েন্টির মাত্র চারটিতে জয় পেয়েছে সাকিব-মাহমুদউল্লাহ রিয়াদরা। মাঝে একটি ম্যাচ কেবল বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। শ্রীরাম অবশ্য এসবে তোয়াক্কা করছেন না। দায়িত্ব নেয়ার পর বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নতুন টেকনিক্যাল কনসালটেন্টও জানালেন নতুন শুরুর কথা।


শ্রীরাম বলেন, ‘আমি খোলা চোখ নিয়ে এসেছি। আমার পিছুটান নেই। আপনি যেটি (টি-টোয়েন্টিতে সাম্প্রতিক পারফরম্যান্স ভালো না) বলছেন, সেটি আসলে আমার কাছে ‘আজই শুনলাম’ ধরনের ব্যাপার। আমি ওভাবে দেখছি না। খোলা চোখে দেখছি, আমার আইডিয়া, নতুন জীবনীশক্তি আনতে চাই। দলকে একত্র করতে চাই, নতুন শুরু করতে চাই।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball