অ্যান্ডারসনের অন্যরকম সেঞ্চুরি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দ্য হান্ড্রেডে ম্যানচেস্টারের হয়ে খেলবেন অ্যান্ডারসন

১৬ জুলাই ২৫
ফাইল ছবি

'বয়স নামের পাশে শুধুই একটি সংখ্যা।' - কয়েক দিন আগেই এমনটা বলেছিলেন জেমস অ্যান্ডারসন। বয়সটা যে তার কাছে সংখ্যার চেয়ে বাড়তি কিছু নয়, তার প্রমাণ বাইশ গজে দিয়ে যাচ্ছেন তিনি। গত মাসে ৪০তম জন্মদিনের কেক কেটেছেন এই পেসার, অথচ এখনও ইংলিশদের টেস্ট দলের অন্যতম ভরসার নাম 'জিমি'। লম্বা ক্যারিয়ারে লাল বলের ক্রিকেটে বহু রেকর্ড নিজের ঝুলিতে পুড়েছেন তিনি। এবার সেই ঝুলিতে যোগ হয়েছে আরও একটি অনন্য রেকর্ড।


ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে ইনিংসের প্রথম ওভারেই বোলিং করতে আসেন অ্যান্ডারসন। ল্যাঙ্কারশায়ারের মাঠের যে প্রান্ত থেকে এদিন বোলিং শুরু করেন এই পেসার, সেই প্রান্তের নাম 'জেমস অ্যান্ডারসন প্রান্ত'। ঘরের মাঠে অ্যান্ডারসন নিজের শততম টেস্ট খেলতে নেমে বোলিং শুরু করেছেন 'জেমস অ্যান্ডারসন' প্রান্ত থেকে। এমন দৃশ্য নিশ্চিতভাবেই ক্রিকেট ভক্তদের চোখে প্রশান্তি দেবে।


ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে খেলতে নেমে ঘরের মাঠে টেস্ট খেলার সেঞ্চুরি করেছেন অ্যান্ডারসন। যা ১৪৫ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথম এবং একমাত্র। পেসারদের জন্য তো বটেই, যেকোনো ক্রিকেটারের জন্যই এমন রেকর্ড ছোয়া দারুণ এক ব্যাপার।


promotional_ad

অবশ্য টেস্ট ক্রিকেটে ঘরের মাঠে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি আরও আগেই নিজের করে নিয়ছিলেন অ্যান্ডারসন। এবার নিজেকে আরও একবার নিজেকে ছাড়িয়ে গেলেন এই অভিজ্ঞ পেসার। ঘরের মাঠে সর্বোচ্চ টেস্ট খেলার বিচারে দ্বিতীয় স্থানে আছেন শচীন টেন্ডুলকার। তিনি ভারতে হয়ে দেশের মাটিতে খেলেছেন ৯৫ টেস্ট। এই তালিকায় এর পরে আছেন যথাক্রমে রিকি পন্টিং, স্টুয়ার্ড ব্রড এবং অ্যালিস্টার কুক।


আরো পড়ুন

মাঠে যেন ১১ জন বনাম ২ জন খেলছিল: ব্রুক

২ ঘন্টা আগে
ইংল্যান্ড দল, ফাইল ফটো

২০০৩ সালে লর্ডসে অভিষেকের পর থেকে দেশের মাটিতে ৯টি আলাদা ভেন্যুতে টেস্ট খেলেছেন অ্যান্ডারসন। যা টেস্ট ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। কুক আর ব্রডও খেলেছেন ৯টি ভেন্যুতেই। এই তালিকায় সবার উপরে আছেন শচীন। তিনি দেশের মাটিতে ১৫টি ভিন্ন ভেন্যুতে টেস্ট খেলেছেন।


ওল্ড ট্রাফোর্ড টেস্টে ইনিংসের পঞ্চম ওভারেই উইকেটের দেখা পেয়েছেন অ্যান্ডারসন। দারুণ এক ইনসুইংয়ে বোকা বানিয়েছেন সরেল এরউইয়ারকে। এটি তার ক্যারিয়ারের ৬৫৯তম উইকেট, আর দেশের মাটিতে ৪২১তম। দেশের মাটিতে সবচেয়ে বেশি উইকেট শিকারি বোলারের তালিকায় এই ইংলিশ পেসার আছেন দুই নম্বরে। তার ওপরে আছেন কেবল মুত্তিয়া মুরালিধরন। এই লঙ্কান কিংবদন্তী স্পিনার দেশের মাটিতে শিকার করেছেন ৪৯৩ উইকেট।


এক মাঠে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ডেও যৌথভাবে নাম আছে অ্যান্ডারসনের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম টেস্টটি ছিল লর্ডসে। ক্রিকেটের মক্কায় অ্যান্ডারসনের ক্যারিয়ারে সেটি ছিল ২৭তম টেস্ট। সেই ম্যাচ দিয়েই কোনো মাঠে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ডে মাহেলা জয়াবর্ধনেকে স্পর্শ করেছিলেন অ্যান্ডারসন। কলম্বোর এসএসসিতে ২৭টি টেস্ট খেলেছেন জয়াবর্ধনে।


এক মাঠে সবচেয়ে বেশি উইকেট শিকারের তালিকায় যৌথভাবে দুইয়ে আছেন অ্যান্ডারসন। লর্ডসে তাঁর উইকেট ১১৭টি। ক্যান্ডির অ্যাসগিরিয়া স্টেডিয়ামে মুত্তিয়া মুরালিধরনের উইকেটের সংখ্যাও সমান। তালিকায় শীর্ষে মুরালিধরনই, কলম্বোর এসএসসিতে তাঁর উইকেট ১৬৬টি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball