টেস্টে এখনই নিজের শেষ দেখছেন না বোল্ট

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইপিএলে নাও ফিরতে পারেন স্টার্ক-বোল্টরা

১১ মে ২৫
মিচেল স্টার্ক ও ট্রেন্ট বোল্ট, আইপিএল

নিউজিল্যান্ড জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ট্রেন্ট বোল্ট। বোল্টের এমন সিদ্ধান্তকে অনেকে নেতিবাচক হিসেবে দেখছেন। অনেকের মতেই সাদা পোশাকে কিউইদের হয়ে হয়তোবা আর বাইশ গজে দেখা যাবে না এই বাঁহাতি এই পেসারকে। তবে তাদের এমন ধারণা একেবারেই ভুল। বোল্ট নিজেই জানিয়েছেন, তিনি কিউইদের হয়ে টেস্ট খেলা চালিয়ে যাবেন।


বেশ কিছু দিন ধরেই বোর্ডের সঙ্গে এই সিদ্ধান্তের ব্যাপারে কথা বলেছেন বোল্ট। ৩৩ বছর বয়সী এই পেসারের চিন্তা-ভাবনাকে সম্মান জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। গত ১০ আগস্ট এক বিবৃতির মাধ্যমে বোল্টের সিদ্ধান্ত প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছে এনজেডসি।


promotional_ad

কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি বোল্ট। তবে জাতীয় দলে এখন থেকে বেছে বেছে খেলবেন তিনি। বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে না থাকার কারণে নিউজিল্যান্ডের দল গঠনের সময় অগ্রাধিকার পাবেন না বোল্ট-এমনটাও জানা আছে তার।


আরো পড়ুন

জিম্বাবুয়ের টেস্ট দলে ফিরলেন রাজা-কারান

৫ ঘন্টা আগে
টেস্ট দলে ফিরলেন সিকান্দার রাজা, ফাইল ফটো

বোল্ট বলেন, 'গত জুনে ইংল্যান্ডের বিপক্ষে খেলা টেস্ট ম্যাচটি তার ক্যারিয়ারের শেষ টেস্ট ছিল কিনা, এমন প্রশ্নের জবাবে এই বাঁহাতি পেসার বলেন, 'আমি আশা করি (এমনটা হবে) না। আমি যে সিদ্ধান্ত নিয়েছি তা আমি জেনে-শুনেই নিয়েছি, আমি কন্টাক্টে ফিরতে চায়নি, এটা নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব ফেলবে।'


সম্প্রতি ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত দলগুলোর এফটিপি প্রকাশ করেছে আইসিসি। যেখানে ব্যাস্ত সূচি কিউইদের। দলের এমন ব্যাস্ত সূচিতে সব ম্যাচে না খেললেও দেশের হয়ে খেলতে ইচ্ছুক বোল্ট। তবে টিম ম্যানেজমেন্ট যদি তাকে বিবেচনা না করে তাহলে তিনি অবাক হবেন না। বোর্ডের সিদ্ধান্তকে সম্মান জানাবেন এই পেসার।


বোল্ট বলেন, 'তার আগে অনেক ক্রিকেট খেলতে হবে। আমি জানি পরের সিরিজটা পাকিস্তানে এবং তারপর আমার ঘরের মাঠে নতুন বছরে ইংল্যান্ডের বিপক্ষে খেলবো, কিন্তু এটা (খেলোব কিনা) এখনই বলা অনেক ???ূরের কথা। আমি এটা নিউজিল্যান্ড ক্রিকেটের ওপর ছেড়ে দেবো এবং তাদের সিদ্ধান্তকে সম্মান করব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball