টেস্টে শীর্ষ তিনে রাবাদা, বড় লাফ গিলের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে বল হাতে দুর্দান্ত ছিলেন কাগিসো রাবাদা। এই প্রোটিয়া পেসারের এমন পারফরম্যান্সের ছাপ পড়েছে আইসিসির সর্বশেষ প্রকাশিত টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়েও। বুধবার (২৪ আগস্ট) প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে তিন নম্বরে উঠে এসেছেন তিনি।


সদ্য সমাপ্ত লর্ডস টেস্ট ইংলিশ ব্যাটারদের বিপক্ষে রীতিমতো আগুন ঝড়িয়েছেন রাবাদা। তার এমন পারফরম্যান্সে ইনিংস এবং ১২ রানের ব্যবধানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। এ ম্যাচে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৫ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ২ উইকেট শিকার করেছেন রাবাদা।


promotional_ad

ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ৭ উইকেট শিকার করে র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন রাবাদা। আগে ছিলেন পাঁচ নম্বরে। তবে এবার উঠে এসেছে সেরা তিনে। শীর্ষে অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স ও দুইয়ে ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন নিজেদের জায়গা ধরে রেখেছেন।


বোলারদের র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় অশ্বিনের ৮৪২ রেটিং পয়েন্টের সঙ্গে ৬ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে আছেন রাবাদা। ২০১৮ ও ২০১৯ সাল মিলিয়ে বছরখানেক টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন ডানহাতি এই পেসার।


র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে আরেক প্রোটিয়া পেসার আনরিখ নরকিয়ারও। লর্ডস টেস্টে ৬ উইকেট নেয়া এই পেসার ১৪ ধাপ এগিয়ে ২৫তম স্থানে উঠে এসেছে। সদা পোশাকে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৮৯১ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছেন কামিন্স।


জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করে আইসিসি ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন শুভমান গিল। ৯৩ ধাপ এগিয়ে ৩৮তম স্থানে উঠে এসেছেন এই ওপেনার। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ১৩০ রানের ইনিংস খেলেছেন তিনি। এর আগে ১৮ আগস্ট প্রথম ওয়ানডেতে অপরাজিত ছিলেন ৮২ রানে। এই সিরিজে সর্বোচ্চ ২৪৫ রানও গিলের দখলে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball