সুযোগ নিয়ে ভাবছেন না ধাওয়ান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ভারতকে রাজি করিয়ে বুলবুল বললেন, ‘ক্রিকেটের স্বার্থে সবাই যোগ দিচ্ছে’

৯ ঘন্টা আগে
বিসিসিআইয়ের কর্মকর্তারা এক সঙ্গে

ভারতের ওয়ানডে দলে নিয়মিত হলেও এক বছরের বেশি সময় ধরে টেস্ট ও টি-টোয়েন্টি দলে নেই শিখর ধাওয়ান। এজন্য অবশ্য হতাশ হচ্ছেন না ভারতের এই ওপেনার। বেশ ভালোভাবেই বুঝতে পারছেন তিনি নিজের সময়ে নেই।


ধাওয়ান সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের জুলাইয়ে। টেস্ট খেলেছেন আরও আগে ২০১৮ সালের সেপ্টেম্বরে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে পারফর্ম করেও নির্বাচকদের মন ভরাতে পারেননি তিনি। অবশ্য এখনোও টি-টোয়েন্টি দলে ফেরার আশা হারাচ্ছেন না তিনি।


promotional_ad

এ প্রসঙ্গে ধাওয়ান বলেছেন, 'সত্যিকথা বলতে, আমি এরকম হতাশ নই। আমি মনে করি সব কিছুর একটা সময় থাকে এবং সম্ভবত এটা আমার সময় নয়। আমার মনে হয় কোনো কিছুর কমতি রয়েছে এ কারণে আমি ভালো করতে পারছি না। চিন্তার হলেও আমি আমার সেরাটা দিচ্ছি এবং এটাই গুরুত্বপূর্ণ।'


ওয়ানডেতে অবশ্য বেশ ভালোই ফর্মে রয়েছেন ধাওয়ান। সর্বশেষ ১০ ওয়ানডেতে ৪৩.১১ গড়ে এই ওপেনারের ব্যাট থেকে এসেছে ৩৮৮ রান। এই রান করার পথে চারটি হাফ সেঞ্চুরিও করেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের ওয়ানডে দলের নেতৃত্বও দিয়েছেন তিনি। 


অবশ্য এই পারফরম্যান্স ভারতের এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার জন্য যথেষ্ঠ নয় বলেই মনে করেন ধাওয়ান। তিনি অবশ্য নিজেকে সব সময় প্রস্তুত রাখছেন। যেন সুযোগ পেলেই নিজের শতভাগ দিয়ে ঝাঁপিয়ে পড়তে পারেন।


ধাওয়ান বলেন, 'যদি সুযোগ হয়, তবে কেন নয়? যখন আমি আইপিএল খেলি আমি পারফর্ম করতে নিজের সেরাটা দেই এবং আমি সেখানে ভালোও করি। আর আমি ভালো করলে সুযোগ পেতে পারি। বাকিটা নির্বাচকদের হাতে। আমি যেটা বলবো, যদি সুযোগ আসে তাহলে দারুণ ব্যাপার হবে। আর যদি নাও আসে তাও ভালো। আমি নিজেকে ফিট রাখছি এবং শক্ত রাখছি। আমি যখনই সুযোগ পাবো আমি সেটার জন্য তৈরি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball