এক ম্যাচ হারে বাজে দল হয়ে যাইনি: পুরান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পুরানের মতো আরও ক্রিকেটার ভুল পথে পা বাড়াবেন, ধারণা স্যামির

১১ জুন ২৫
ড্যারেন স্যামি ও নিকোলাস পুরান, সিডব্লিউআই

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ভারতের কাছে হারে ওয়েস্ট ইন্ডিজ। শক্তিশালী ভারতের কাছে বড় ব্যবধানে হারলেও আশা হারাচ্ছেন না দলটির অধিনায়ক নিকোলাস পুরান। দ্বিতীয় ম্যাচ জিতেই সিরিজে ফিরতে চান তিনি।


ম্যাচটিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৯০ রান করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রান (৪৪ বলে) করেন অধিনায়ক রোহিত শর্মা। এ ছাড়া সাত নম্বরে ব্যাটিং করতে নেমে ১৯ বলে অপরাজিত ৪১ রানের ইনিংস খেলেন কার্তিক।


promotional_ad

জবাবে ২০ ওভারে আট উইকেটে ১২২ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের তিন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও রবি বিষ্ণই মিলে শিকার করেন পাঁচটি উইকেট। অশ্বিন ও বিষ্ণই দুটি করে উইকেট নেন।


আরো পড়ুন

ভারতকে রাজি করিয়ে বুলবুল বললেন, ‘ক্রিকেটের স্বার্থে সবাই যোগ দিচ্ছে’

৯ ঘন্টা আগে
বিসিসিআইয়ের কর্মকর্তারা এক সঙ্গে

দ্বিতীয় ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে পুরান বলেন, 'এক ম্যাচ হারে আমরা বাজে দল হয়ে যাইনি। আমরা কিছুদিন আগেই ইংল্যান্ডের বিপক্ষেও খেলেছি, আমরা সেখানে অনেক লড়েছি। তাদের প্রতিনিয়ত চ্যালেঞ্জ জানিয়েছি। এই সিরিজে আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াব, এতে আমার কোনও সন্দেহ নেই। আমরা বিনোদন দেয়ার জন্যই খেলতে থাকব।'


'প্রথম ম্যাচে যা হয়েছে, সেটা চলে গেছে। এটাই ক্রিকেট। আমরা জানি আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। আমি বিশ্বাস করি, আমরা বিনোদন দিতে পারার মতোই টি-টোয়েন্টি দল।'


প্রথম ম্যাচ হারের পর স্লো-ওভার রেটের কারণে ম্যাচ ফি'র ২০ শতাংশ করে কেটে নেয়া হয় ক্যারিবিয়ানদের। দ্বিতীয় টি-টোয়েন্টি শুরু হবে পহেলা আগস্ট বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। ভেন্যু সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball