নিজেকে ভাগ্যবান বলছেন মোসাদ্দেক

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
যতক্ষণ মিরাজ আছে, মোসাদ্দেকের কোনো সুযোগ নেই: লিপু
২৩ জুন ২৫
ঘরোয়া ক্রিকেটে নিয়মিত বল হাতে বাজিমাৎ করলেও আন্তর্জাতিক ক্রিকেটে সেভাবে আলো ছড়াতে পারেননি মোসাদ্দেক হোসেন সৈকত। খন্ডকালীন বোলার হিসেবে খেললেও জিম্বাবুয়ের বিপক্ষে অফ স্পিনে দাপট দেখিয়েছেন তিনি। মোসাদ্দেকের দারুণ বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি জিম্বাবুয়ের টপ অর্ডারররা।
বাংলাদেশের সাত উইকেটের জয়ের দিনে মাত্র ২০ রান খরচায় একাই ৫ উইকেট নিয়েছেন মোসাদ্দেক। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এর আগে পাঁচ উইকেট নিয়েছেন ইলিয়াস সানি, সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। এমন কীর্তি গড়ে সাকিবের পাশে থাকতে পেরে নিজেকে ভাগ্যবান বলছেন এই অলরাউন্ডার।

এ প্রসঙ্গে মোসাদ্দেক বলেন, ‘দেখেন, সাকিব ভাইকে নিয়ে তো সবসময় সবাই এই কথা বলে যে- তাকে নিয়ে অনেক বেশি কথা বলার কিছু নেই। সবাই জানে সে এই খেলার কিংবদন্তি। অবশ্যই তার যে ইকোনমি আর পাঁচ উইকেট আছে, সেটা আমারও আছে, ওই দিক থেকে আমি অনেক ভাগ্যবান।’
নেতৃত্ব হারানোর ম্যাচে ব্যাটিংয়ে আবারও ব্যর্থ সাকিব
২২ জুলাই ২৫
জাতীয় দলের হয়ে হাতে গোনা কয়েকটা ম্যাচ ছাড়া পুরো ৪ ওভারের কোটা পূর্ণ করতে পারেননি মোসাদ্দেক। তবুও নিজেকে খন্ডকালীন হিসেবে মানতে নারাজ এই অলরাউন্ডার। সবসময় নিজেকে মূল বোলার ভেবে দায়িত্বটা নিজের করে নেয়ার চেষ্টা করেন বলে জানান তিনি।
মোসাদ্দেক বলেন, ‘এই কথাটা অনেক আগেই বলে আসছি, আমি যখন বল করি কখনও ভাবি না অকেশনাল বোলার। সবসময় আমি ওই দায়িত্বটা নেওয়ার চেষ্টা করি বোলিংয়ের সময় যে আমি মূল বোলার হয়ে বল করছি।’
প্রথম ম্যাচে ব্যাটাররা দাপট দেখালেও দ্বিতীয় টি-টোয়েন্টিতে রাজত্ব করেছেন বোলাররা। তবুও উইকেটকে বোলারদের সহায়ক মানতে নারাজ মোসাদ্দেক। তিনি বলেন, ‘উইকেটটা যদি আপনি খেয়াল করেন, বোলারদের জন্য খুব সাহায্য ছিল, আমি সেটা বলব না। অবশ্যই খুব ভালো উইকেট ছিল। আমার মাথায় একটা জিনিস কাজ করছিল, অধিনায়ক যখন আমাকে বল দিয়েছে, বলেছে রানটা যেন আটকে রাখতে পারি প্রথম থেকে।’