কে আগে আছে বা পরে, এটা নিয়ে ভাবি না: তামিম

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
তানজিদ-ইমনদের ছক্কায় মুগ্ধ তামিম
২২ জুলাই ২৫
শক্তিমত্তা কিংবা সাম্প্রতিক ফর্ম সবদিক থেকেই জিম্বাবুয়ের চাইতে ঢের এগিয়ে বাংলাদেশ। তবে প্রতিপক্ষকে নিয়ে খুব একটা ভাবতে নারাজ তামিম ইকবাল। প্রতিপক্ষের শক্তিমত্তা যাই হোক বাংলাদেশ অধিনায়কের পরিকল্পনায় জয়ের কোনো বিকল্প নেই।
জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে আগে থেকেই বিশ্রাম চেয়েছিলেন সাকিব আল হাসান। তাই খেলা হচ্ছে না এই অলরাউন্ডারের। সাকিব বাদে দলের বাকি সব অভিজ্ঞ ক্রিকেটাররাই খেলবেন এই সিরিজে। মূলত পূর্ণ শক্তির দল নিয়েই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ অধিনায়কের পরিকল্পনায় আপাতত ভালো খেলে ম্যাচ জেতা। তবে ঘরের মাঠে জিম্বাবুয়েকে খুব একটা সহজ ভাবে নিচ্ছে না বাংলাদেশ। তাদের শক্তিমত্তার কথা ভালোভাবেই জানেন তামিম। তাইতো আগে থেকেই সতর্ক বাংলাদেশের অধিনায়ক।
এশিয়া কাপের ভাগ্য নির্ধারণ কাল, রাতেই আসছে আফগানিস্তান
৬ ঘন্টা আগে
তামিম বলেন, 'পরিকল্পনা একই থাকবে, জেতার। আসলে আমি সবসময় একটা কথা বলি, কে আগে আছে বা পরে, এটাতে কিছু যায়-আসে না। অবশ্যই, তাদের চেয়ে আমরা ভালো দল। কিন্তু তাদের মাটিতে খুব সহজে হারিয়ে দেয়া যাবে, তা না। শেষ কয়েকটা সিরিজ যদি দেখেন, পাকিস্তানের মতো দলও কিন্তু হেরেছে।'
জিম্বাবুয়ের কন্ডিশনে ভালো ক্রিকেট খেলা খুব একটা সহজ কাজ না উপমহাদেশের দলগুলোর জন্য। আর তা ভালো করেই জানা আছে তামিমের। এখানে ম্যাচ জিততে হলে শুরু থেকেই ভালো খেলতে হবে বলে মনে করেন তিনি।
তামিম বএলন, 'আমাদের রিল্যাক্স করার কোনো সুযোগ থাকবে না। যদি ভালো করতে চাই, প্রথম বল থেকে সুইচ অন থাকতে হবে। অবশ্যই আমরা ভালো দল। কিন্তু খেলায় জেতা-হারা নির্ভর করে কে ভালো খেলছ, কে ভালো দল সেটা না।'