জিম্বাবুয়েতে কোহলি সেঞ্চুরি করলেও লাভ কী, প্রশ্ন স্টাইরিসের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘আসল সময়েই কোহলির বুদ্ধি খুলে যায়’
২০ জুলাই ২৫
আগামী আগস্টে জিম্বাবুয়ে সফরে যাবে ভারত। সেই সফরে অপেক্ষাকৃত তরুণ দল পাঠাবে ভারতের নির্বাচকরা। জানা গেছে, ফর্মে ফেরার জন্যে বিরাট কোহলিকেও সেই সফরে পাঠাতে চায় ভারতের ম্যানেজমেন্ট। মিডিয়ার এমন গুঞ্জন শুনেছেন স্কট স্টাইরিসও। নিউজিল্যান্ডের সাবেক এই ব্যাটার মনে করেন, জিম্বাবুয়েতে কোহলি সেঞ্চুরি করলেও লাভ নেই!
২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করার পর থেকে আর তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার ছোঁয়া হয়নি তার। এখন তো সেঞ্চুরি খুঁজতে খুঁজতে ঘুরপাক খাচ্ছেন অফ-ফর্মেই।
এরপর ৭৮ ইনিংসে তিন অঙ্ক ছোঁয়াই হয়নি ভারতের সাবেক এই ব্যাটার। এমনকি পুরো ইংল্যান্ড সফরে পাঁচটি ম্যাচ খেলে মোটে ৭৬ রান করেছেন কোহলি। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোহলিকে তাই ফর্মে ফেরাতে জিম্বাবুয়েতে পাঠানোর সিদ্ধান্ত নেয় ভারতের নির্বাচকরা।

তবে এতে তেমন লাভ দেখছেন না স্টাইরিস, 'আমার কাছে মনে হয়, জিম্বাবুয়েতে কোহলির যাওয়াটা মোটেও সঠিক ব্যাপার হবে না। কোহলি ক্রিকেট থেকে এ মুহূর্তে পুরোপুরি দূরে থাকুক। নির্বাচক ও কোচ রাহুল দ্রাবিড়ের কোহলিকে জিজ্ঞাসা করা উচিত, বিশ্বকাপের আগে প্রস্তুতি নেওয়ার জন্য তাঁর কতটা সময় লাগবে।'
'আমি মনে করি, জিম্বাবুতে কোহলির যাওয়া উচিত নয়। সেখানে তার পাওয়ার কিছু নেই। সেখানে সে শতরান পেতেই পারে, কিন্তু তা দিয়ে লাভ কী! সেটি তাঁকে আত্মবিশ্বাস দিতে পারে, কিন্তু তাতে খুব বেশি লাভ হবে বলে মনে হয় না।'
আগামী ১৮, ২০ এবং ২২ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের সেই তিনটি ম্যাচ মাঠে গড়াবে। ম্যাচগুলো ওয়ানডে সুপার লিগের অংশ।