বিশ্বকাপজয়ী দলের মনোবিদ পুনরায় নিয়োগ পাওয়ায় আপত্তি শ্রীশান্তের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ভারতকে রাজি করিয়ে বুলবুল বললেন, ‘ক্রিকেটের স্বার্থে সবাই যোগ দিচ্ছে’

৯ ঘন্টা আগে
বিসিসিআইয়ের কর্মকর্তারা এক সঙ্গে

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ক্রিকেটারদের জন্য মনোবিদ নিয়োগ দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। নিজেদের ২০১১ সালের বিশ্বকাপজয়ী দলের মনোবিদ প্যাডি আপটনকে পুনরায় নিয়োগ দিয়েছে তারা। তবে আপটনের নিয়োগ পাওয়ায় কিছুটা অবাক হয়েছেন ভারতের সেই বিশ্বকাপজয়ী দলের পেসার শান্তাকুমারন শ্রীশান্ত।


গত ২৫ জুলাই, ওয়েস্ট ইন্ডিজ সফরের ভারতীয় দলে যোগ দেন আপটন। ইতোমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন ৫৩ বছর বয়সী এই মনোবিদ। যদিও ২০১১ সালের দলে আপটনের ভূমিকা তেমন বেশি ছিল না বলে মন্তব্য করেছেন শ্রীশান্ত।


ভারতের একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘সবমিলিয়ে ১ শতাংশ কাজ করেছিল আপটন। বাকি ৯৯ শতাংশ কাজ তো করেই দিয়েছিলেন গ্যারি কার্স্টেন। ও (আপটন) তো শুধুমাত্র গ্যারির সহায়কের ভূমিকা পালন করেছিল।’


promotional_ad

২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ভারতীয় দলে কোচ গ্যারি কার্স্টেনের সহকারী হিসেবে ছিলেন আপটন। তারপর কার্স্টেনের সঙ্গে দক্ষিণ আফ্রিকা দলেও কাজ করেন তিনি। ২০১৩ সালে প্রোটিয়াদের টেস্টে এক নম্বর হওয়ার ক্ষেত্রে অবদান ছিল আপটনের।


এছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগসহ বিভিন্ন ফ্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে কাজ করার অভিজ্ঞতা আছে আপটনের। ভারতের বর্তমান হেড কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে আইপিএলে রাজস্থান ও দিল্লির ফ্র্যাঞ্চাইজিতেও ছিলেন তিনি। শ্রীশান্তের মতে, এ কারণেই ভারতীয় দলের দুয়ার পুনরায় খুলেছে তার জন্যে।


শ্রীশান্ত বলেন, ‘আপটন ফিরে এসেছে একটাই কারণে, ও রাহুল ভাইয়ের সঙ্গে আগে কাজ করেছে বলে। আমি নিশ্চিত রাহুল ভাই ওকে ভালোভাবে ব্যবহার করবে। কারণ ও একজন ভালো ইয়োগা শিক্ষক। গ্যারি অসাধারণ একজন কোচ ছিল। আমার মনে আছে, ফিল্ডিং করার সময় একদিন আমি রায়না (সুরেশ) এবং কয়েকজনকে গ্যারিকে বলতে শুনি, যারা ২০১১ বিশ্বকাপ জিততে চাইছে তাদের আজ থেকেই পথ চলা শুরু হয়ে গেল।’


জৈব সুরক্ষা বলয়ের ধকল ও টানা ব্যস্ত সূচিতে ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্য রক্ষার জন্য বোর্ডের কাছে একজন বিশেষজ্ঞকে চেয়েছিলেন দ্রাবিড়। তার চাওয়াতেই অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত আপটনকে নিয়োগ দেয় বিসিসিআই।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball