'গল টেস্টে এখনো জয় সম্ভব পাকিস্তানের'

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পিসিবির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন ইউসুফ

১৩ জুন ২৫
পাকিস্তানের অনুশীলনে মোহাম্মদ ইউসুফ

গল টেস্টে ৫০৮ রানের লক্ষ্যমাত্রায় ব্যাটিং করছে পাকিস্তান। চতুর্থ দিন শেষে এক উইকেট হারিয়ে ৮৯ রান তোলেছে বাবর আজমের দল। শেষ দিনে জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ৯ উইকেট আর পাকিস্তানের দরকার ৪১৯ রান। এই ম্যাচে জিততে হলে ইতিহাস গড়তে হবে পাকিস্তানকে। কাজটা সহজ না হলেও এখনই হাল ছাড়ছে না পাকিস্তান। এই টেস্টে এখনো জয় সম্ভব বলে মনে করেন মোহাম্মদ ইউসুফ।


৫০৮ রানের লক্ষ্যমাত্রায় ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করেছিল পাকিস্তান। কিন্তু উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করেত পারেননি ওপেনার আব্দুল্লাহ শফিক। তার ব্যাট থেকে এসেছে ১৬ রান। এরপর দিনের বাকিটা সময় নিরাপদে কাটিয়েছেন ইমাম উল হক এবং বাবর আজম।


promotional_ad

এই দুই অপরাজিত ব্যাটারের দুর্দান্ত ব্যাটিং স্বপ্ন দেখাচ্ছে পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে। তাছাড়া কয়েক মাস আগেই করাচি টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫০৬ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে প্রায় দুই দিন উইকেটে কাটিয়ে দিয়েছিল পাকিস্তান। শেষ পর্যন্ত জিততে না পারলেও ড্র করেছিল বাবরের দল।


আরো পড়ুন

ভারতকে রাজি করিয়ে বুলবুল বললেন, ‘ক্রিকেটের স্বার্থে সবাই যোগ দিচ্ছে’

৯ ঘন্টা আগে
বিসিসিআইয়ের কর্মকর্তারা এক সঙ্গে

ইউসুফ বএলন, 'এর আগেও আমরা এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছে, করাচিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে। আমার মনে হয়, আমাদের একই (অস্ট্রেলিয়ার বিপক্ষে লক্ষ্যমাত্রা ছিল ৫০৬ রানের) লক্ষ্যমাত্রা একই সময়ের মধ্যে দেয়া হয়েছিল। বাবর ১৯৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিল। শফিক ৯৬ এবং রিজওয়ান সেঞ্চুরি করেছিল। এটি একটি খুব ভালো ম্যাচ ছিল। বাবর এবং ইমাম উল হক যেভাবে খেলছেন তাতে আগামীকাল একটি রোমাঞ্চকর দিন হবে।'


গল টেস্টে পাকিস্তান কিছুটা পিছিয়ে থাকলেও এখনো যেকোনো ফলাফলই সম্ভব বলে মনে করেন ইউসুফ। তাই শেষ দিনের প্রথম সেশনের খেলা দেখে ম্যাচের পরিকল্পনা সাজাবে টিম ম্যানেজমেন্ট এমনটাই জানিয়েছেন পাকিস্তানের ব্যাটিং কোচ।


ইউসুফ বলেন, 'আমরা প্রথম সেশনে বুঝতে পারব আমরা কীভাবে পরিকল্পনা করবো। আমরা যদি ভালো করি তাহলে আমরা লক্ষ্য তাড়া করার চেষ্টা করবো। ইমাম এবং বাবর শেষ সেশনে খুব ভালো ক্রিকেট খেলেছে এবং আমি আশা করি আগামীকালও তারা সারাদিন ব্যাট করবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball