আইসিসির সদস্যপদ পেল নতুন ৩টি দেশ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ভারতকে না করে ইংল্যান্ডকে ৩ ফাইনাল আয়োজনের স্বত্ব দিল আইসিসি

২০ জুলাই ২৫
আইসিসি

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছ থেকে সদস্যপদ পেয়েছে নতুন তিনটি দেশ। দেশ তিনটি হচ্ছে কম্বোডিয়া, উজবেকিস্তান এবং আইভরি কোস্ট। বার্মিংহামে ২৬ জুলাই নিজেদের বার্ষিক সভায় এই সিদ্ধান্ত নেয় আইসিসি।


ইতোপূর্বে আইসিসির সদস্য ছিল ১০৫টি দেশ। নতুন তিনটি দেশ সদস্য পদ পাওয়ার মাধ্যমে সংখ্যাটা দাঁড়িয়েছে ১০৮-এ। এর মধ্যে আইসিসির পূর্ণ সদস্য হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে এবং ইংল্যান্ড।


promotional_ad

বাকি ৯৬টি দেশ অ্যাসোসিয়েট, অর্থাৎ সহযোগী সদস্য। এশিয়ার ২৪ এবং ২৫তম দেশ হিসেবে আইসিসির সদস্যপদ পেয়েছে কম্বোডিয়া ও উজবেকিস্তান। এছাড়া আফ্রিকার ২১তম দেশ হিসেবে সদস্যপদ পেয়েছে আইভরি কোস্ট।


এই তিনটি দেশ আইসিসির সুনজরে চলে আসলেও এখনও সদস্যপদ পাওয়া হয়নি ইউক্রেনের। আইসিসির সদস্যপদ পাওয়ার জন্য একটি দেশে ঘরোয়া কাঠামো বেশ মজবুত হতে হয়। শর্ত পূরণ করতে না পারায় অপেক্ষা বাড়ছে ইউক্রেনের।


অপরদিকে সব ধরনের শর্ত পূরণ করেই আইসিসির সদস্যপদ লাভ করেছে কম্বোডিয়া, উজবেকিস্তান এবং আইভরি কোস্ট।


তিনটি দেশের ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটের প্রয়োজনীয় ক্ষেত্রগুলো তদারক করে সন্তুষ্ট হয়েছে আইসিসি। এছাড়া এই তিনটি দেশে জুনিয়র ক্রিকেটার ও নারী ক্রিকেটারদের জন্যেও পর্যাপ্ত সুবিধা দেয়া হয়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball