অস্ট্রেলিয়াতে শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন ফিঞ্চ

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

রাসেলের ব্যাট দিয়ে ১১ ছক্কায় ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিলেন ডেভিড

১১ ঘন্টা আগে
টিম ডেভিড, ফাইল ফটো

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ২০ ওভারের ক্রিকেট থেকে অবসর নিতে পারেন অ্যারন ফিঞ্চ। বিশ্বকাপ শুরুর তিনমাস আগে এমন ইঙ্গিত দিয়ে রাখলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।


লম্বা সময় ধরেই ব্যাট হাতে ছন্দে নেই অ্যারন ফিঞ্চ। যদিও সর্বশেষ শ্রীলঙ্কা সফরে একটি হাফ সেঞ্চুরি পেয়েছিলেন তিনি। ফিঞ্চের অধীনে অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেও নিয়মিত পারফর্ম না করায় সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাকে। তবে সব ছাপিয়ে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলবেন তিনি।


promotional_ad

যদিও ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে চলতি বছরের শেষ দিকে টি-টোয়েন্টি ক্রিকেট ছাড়বেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি নিজেই।


ক্রিকেট ডটকম এইউ এর সঙ্গে আলাপচারিতায় ফিঞ্চ বলেন, 'সবকিছু পরিকল্পনা মতো থাকলে সবকিছুতে (টি-টোয়েন্টি থেকে অবসর) ফুলস্টপ পড়তে পারে। এটা অবশ্যই ৫০ ওভারের দিকে মনোযোগ শিফট হবে।'


'টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আমার মনে হয় না ১২ মাসে খুব বেশি টি-টোয়েন্টি খেলা আছে। আমি আসলে কিছু জানি না। আপনি যখন মিড ৩০ এ আসবেন তখন এটা স্বাভাবিকভাবেই ঘটে।'


শুধু ফিঞ্চ নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০ ওভারের ক্রিকেট থেকে অবসর নিতে পারেন ডেভিড ওয়ার্নারও। মূলত ওয়ানডে ও টেস্টে মনোযোগ দিতে এমন সিদ্ধান্ত নিতপ পারেন বাঁহাতি এই ওপেনার। অবসরে যাবেন উইকেটকিপার ব্যাটার ম্যাথু ওয়েডও৷ কিছুদিন নিজেই এমন জানিয়েছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball