ডু প্লেসিকে বিশ্বকাপে দেখতে চান মরকেল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

সাউথ আফ্রিকার জেতা ম্যাচ কেড়ে নিয়ে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

২৮ মিনিট আগে
নিউজিল্যান্ড ক্রিকেট

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সাউথ আফ্রিকা দলে জায়গা পাননি ফাফ ডু প্লেসি। আসন্ন অস্ট্রেলিয়া বিশ্বকাপেও একই পথে হাঁটছে প্রোটিয়া টিম ম্যানেজমেন্ট। তবে এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার জার্সিতে ডু প্লেসিকে দেখতে চান মরনে মরকেল।


লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি। সর্বশেষ ২০২১ সালের ফেব্রুয়ারিতে প্রোটিয়াদের হয়ে মাঠে নেমেছিলেন ডু প্লেসি। তার বয়স এখন ৩৭ বছর। তবে সংক্ষিপ্ত সংস্করণে এখনো দুর্দান্ত ফর্মে আছেন। সর্বশেষ আইপিএলেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে ৪৬৮ রান করেছিলেন তিনি।


promotional_ad

ঘরোয়া লিগে না খেলায় আরব আমিরাতে অনুষ্ঠিত ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ডু প্লেসিকে স্কোয়াডে সুযোগ দেয়নি টিম ম্যানেজমেন্ট। এই বছরের বিশ্বকাপের আগেও একই পথে হাঁটার পরিকল্পনা ক্রিকেট দক্ষিণ আফ্রিকার। তবে অভিজ্ঞ ক্রিকেটারদের গুরুত্ব দেয়ার পক্ষে মরকেল।


সাবেক এই প্রোটিয়া পেসার বলেন, ‘আপনি চাইবেন, আপনার দলের সেরা সব তারকারা খেলুক। ফাফের বয়স ৩৭ হলেও সে এখনো দুর্দান্ত খেলছে। ব্যাট হাতে কিংবা ফিল্ডিংয়েও সে তার প্রমাণ দেখিয়েছে আইপিএলে বেঙ্গালুরুর জার্সিতে।


ডু প্লেসির এমন ফর্ম এবং অভিজ্ঞতাকে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন সাবেক প্রোটিয়া পেসা মরকেল। তার মতে দলের অভিজ্ঞ ক্রিকেটাররা বড় মঞ্চে দলকে বাড়তি সুবিধা দেয়।


মরকেল বলেন, 'কিন্তু আমি দলের অভিজ্ঞ ক্রিকেটারদের বিশ্বকাপ দলে দেখতে চাই। যদিও এটা শেষ পর্যন্ত ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সিদ্ধান্ত। তবে আমি সত্যিই এমনটা দেখতে চাই।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball