সাকিবের থাকা না থাকা নিয়ে ভাবছেন না পুরান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এশিয়া কাপের সূচি ঘোষণা, বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর

২ ঘন্টা আগে
এশিয়া কাপ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেই সাকিব আল হাসান। সিরিজ শুরুর আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে ছুটি নিয়েছিলেন তিনি। টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ শেষে যুক্তরাষ্ট্রের বিমান ধরছেন সাকিব।


ওয়ানডে সিরিজে সাকিব না থাকায় স্বস্তি পাচ্ছেন ক্যারিবীয় অধিনায়ক নিকোলাস পুরান। অবশ্য সাকিব না থাকায় বাংলাদেশ দলের অন্য কেউ এই সুযোগটা নেবে বলে মনে করেন তিনি। তাই সাকিবের থাকা না থাকা গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়।


promotional_ad

এ প্রসঙ্গে পুরান বলেন, ‘হ্যাঁ, ওরা সাকিবকে পাচ্ছে না। এতে আমরাও খুশি। কিন্তু সাকিব না থাকায় অন্য কেউ হয়তো সেই সুযোগটা নেবে, ভালো করবে। সাকিব আছে না নেই, এটা তেমন গুরুত্বপূর্ণ নয়। আমাদের মাঠে নামতে হবে। ভালো করতে হবে। সেটা প্রতিপক্ষের দলে যেই থাকুক না কেন। আমাদের মনোযোগ থাকবে কীভাবে ম্যাচটা জেতা যায়।’


আরো পড়ুন

রাসেলের ব্যাট দিয়ে ১১ ছক্কায় ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিলেন ডেভিড

১০ ঘন্টা আগে
টিম ডেভিড, ফাইল ফটো

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে সাকিবের পারফরম্যান্স ঈর্ষনীয়। ১৯ ইনিংসে ৫৫.৬০ গড়ে তার ব্যাট থেকে এসেছে ৮৩৪ রান। এর মধ্যে একটি সেঞ্চুরি ও ৮টি হাফ সেঞ্চুরি রয়েছে তার। সেই সঙ্গে ২১ ইনিংসে বল হাতে নিয়েছেন ২৪ উইকেট। ফলে নিশ্চিতভাবেই সাকিবকে এই সিরিজে মিস করবে বাংলাদেশ।


ওয়েস্ট ইন্ডিজের অবশ্য দুশ্চিন্তা নিজেদের পারফরম্যান্স নিয়েই। নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জিতলেও তারা পাকিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে হেরে এসেছে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতে তাই ছন্দে ফেরার আশায় ক্যারিবীয় অধিনায়ক।


পুরান বলেন, ‘আমরা ধিরে ধিরে ওয়ানডেতে আত্মবিশ্বাসী হয়ে উঠছি। নেদারল্যান্ডস ও পাকিস্তানে ওয়ানডে খেলে এসেছি। দল হিসেবে আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি। এই সিরিজেও সেই চেষ্টাই থাকবে। ওয়ানডে দল হিসেবে বাংলাদেশের সুনাম আছে। আমরা জানি যে এই সংস্করণে আমাদের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball