ডেভিডকে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে দেখতে চান ওয়াটসন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

রাসেলের ব্যাট দিয়ে ১১ ছক্কায় ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিলেন ডেভিড

১১ ঘন্টা আগে
টিম ডেভিড, ফাইল ফটো

আগেই শোনা যাচ্ছিল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ভালো খেললে অস্ট্রেলিয়ার জাতীয় দলের টিকিট মিলতে পারে সিঙ্গাপুরের হার্ড-হিটার টিম ডেভিডের। আইপিএলের সর্বশেষ আসরে নিজের সেরাটাই দিয়েছেন। যা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে খেলার সম্ভাবনা আরও বাড়িয়ে দিয়েছে। শেন ওয়াটসন বলছেন, যেভাবেই হোক ডেভিডকে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে রাখা উচিত।


আইপিএল মেগা নিলামেই ঝড় তুলেছিলেন ডেভিড। সেটা অবশ্য ব্যাটে-বলে নয়, টাকার ঝন-ঝনানিতে। ৪০ লাখ ভিত্তি মূল্যের ডেভিডকে নিলাম থেকে ৮.২৫ কোটি রুপিতে দলে ভেড়ায় মুম্বাই ইন্ডিয়ান্স। নিলামে মারকুটে এই ব্যাটারকে নিয়ে কাড়াকাড়ি লেগে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের মধ্যে।


promotional_ad

কেন তাকে নিয়ে এত কাড়া-কাড়ি তার জবাব তিনি ব্যাটে দিয়েছেন। মুম্বাইয়ের হয়ে ৮ ম্যাচে প্রায় ৩৭ গড়ে করেছেন ১৮৬ রান। যেখানে তার স্ট্রাইক রেট ছিল ২১০ এর বেশি। যে কয়টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন, সেখানেই দলের প্রয়োজন বুঝে দারুণ ব্যাটিং করেছেন এই তরুণ ব্যাটার।


আরো পড়ুন

অস্ট্রেলিয়া সফরের সময় দ্য হান্ড্রেডে খেলবেন মিলার, নেই জানসেনও

২৪ জুলাই ২৫
ফাইল ছবি

ওয়াটসন বলেন, 'আইপিএলের আগে পর্যন্ত আমি সত্যিই তাকে খুব একটা দেখিনি এবং সেখানে (আইপিএল) সে যা করেছে তা আমি অনেকদিন দেখিনি। একজন তরুণ আসলো এবং আধিপত্য বিস্তার করতে শুরু করলো। সে যেভাবে খেলেছে তা সত্যিই আগে আমি দেখিনি। তো আপনি (তার জন্য) একটা পথ (বিশ্বকাপ দলে জায়গা) খুঁজে বের করুন।'


ডেভিডের সবচেয়ে বড় গুণ হল উইকেটে এসে প্রথম বল থেকেই বড় শট খেলতে পারেন, যা একজন ফিনিশারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া তার পাওয়ার হিটিং সামর্থ্য নিয়েও প্রশ্ন তোলা যাবে না। সবমিলিয়ে ঘরের মাঠের বিশ্বকাপে ট্রফি ধরে রাখার মিশনে দারুণ কার্যকরী হতে পারেন ডেভিড।


ওয়াটসন বলেন, 'ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ খেলা কঠিন। কিন্তু সে এমন একজন, যার পাওয়ার হিটিংয়ের ক্ষমতা আছে এবং চাপ সামলানোর মতো মানসিকতাও আছে, যা বিরল।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball