৭ জন অধিনায়ক থাকা দারুণ কিছু নয়, মানছেন সৌরভও

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের কোচ হতে তৈরি সৌরভ
২২ জুন ২৫
তিন ফরম্যাটে আলাদা আলাদাভাবে গত সাত মাসে সাতজন অধিনায়ক রেখেছে ভারত। এই সময়ে দলটির হয়ে অধিনায়কত্ব করেছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুল, ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়া ও জসপ্রিত বুমরাহ। কয়েকদিন পর নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ানও। পুরো ব্যাপারটিকে 'আদর্শ' কিছু মনে হচ্ছে না সৌরভ গাঙ্গুলির। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি অবশ্য মনে করিয়ে দিলেন, বিপদে পড়েই নতুন নেতা বাছাই করতে হয়েছে ম্যানেজমেন্টকে।
কোহলি টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার পর ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকেও তাকে অব্যাহতি দেয় ভারত। সাদা বলের ক্রিকেটে নতুন অধিনায়ক হন রোহিত। এরপর দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্টে ইনজুরির কারণে কোহলি না খেললে সেই ম্যাচে ভারতকে নেতৃত্ব দেন রাহুল। সেই সিরিজ শেষে টেস্টের নেতৃত্বও ছাড়েন কোহলি।

টেস্ট সিরিজের পর রোহিত ইনজুরিতে থাকায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেন রাহুল। ইনজুরি থেকে ফিরে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা সিরিজে ভারতকে নেতৃত্ব দেন রোহিত।
৯ সেপ্টেম্বর শুরু এশিয়া কাপ, সব ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে
৪ ঘন্টা আগে
এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে রোহিতকে বিশ্রাম দিয়ে অধিনায়কত্ব আবারও দেয়া হয় রাহুলকে। কিন্তু শেষ মুহূর্তে রাহুল চোটে পড়লে নেতৃত্ব চলে যায় পান্তের কাছে। তারপর আয়ারল্যান্ড সফরে দুটি টি-টোয়েন্টির জন্য পান্ডিয়াকে বেছে নেয় ভারত।
ঠিক এই সময়ে এজবাস্টন টেস্টের দল থেকে করোনা আক্রান্ত হয়ে ছিটকে যান রোহিত। সহ অধিনায়ক রাহুলও ইনজুরিতে থাকায় নেতৃত্ব চলে যায় পেসার বুমরাহর কাঁধে। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করেছে ভারত। যেখানে রোহিত, কোহলি, পান্ত, পান্ডিয়া, বুমরাহকে বিশ্রামে রাখা হয়েছে, নেতৃত্ব দেবেন ধাওয়ান।
সবমিলিয়ে ব্যাপারটি ভালোভাবে দেখছেন না সৌরভ নিজেও, 'এত অল্প সময়ের মধ্যে ৭ জন আলাদা অধিনায়ক থাকা আদর্শ ব্যাপার নয়। কিন্তু এটি অনিবার্য পরিস্থিতির কারণে ঘটেছে। যেমন, রোহিত দক্ষিণ আফ্রিকায় সাদা বলের সিরিজে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু এই সফরের আগে সে চোটে পড়ল। তাই আমরা কেএলকে (লোকেশ রাহুল) ওয়ানডের নেতৃত্ব দিয়েছিলাম এবং এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজের জন্যও, সিরিজটি শুরু হওয়ার একদিন আগে সেও চোটে পড়ল।'
'ইংল্যান্ডে প্রস্তুতি ম্যাচ খেলার সময় রোহিত করোনা আক্রান্ত হলো। এই পরিস্থিতিতে কারও দোষ নেই। সূচিই এমন যে আমাদের খেলোয়াড়দের বিশ্রাম দিতে হচ্ছে এবং এরপর চোটাঘাত তো আছেই। ‘ওয়ার্কলোড’ ম্যানেজমেন্টের ব্যাপারটিও মাথায় রাখতে হয়। প্রতিটি সিরিজে প্রধান কোচ রাহুলের (দ্রাবিড়) অবস্থাটা আমরা বুঝতে পারি। অনিবার্য পরিস্থিতির কারণে আমাদের নতুন অধিনায়ক বেছে নিতে হয়েছে।'