অসুস্থ থর্প, নতুন কোচ খুঁজছে আফগানিস্তান

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এখন ব্যাটিং অনেক সহজ, ২০-২৫ বছর আগে দ্বিগুণ কঠিন ছিল: পিটারসেন

৫ ঘন্টা আগে
কেভিন পিটারসেন

ইংল্যান্ডের দায়িত্ব ছাড়ার পর আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্ব নেন গ্রাহাম থর্প। দায়িত্ব নেয়ার কদিন পরেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। সাবেক এই ইংলিশ ক্রিকেটার অসুস্থ হয়ে পড়ায় নতুন প্রধান কোচ খুঁজছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।


চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ইংল্যান্ডের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন থর্প। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজে ৪-০ ব্যবধানে হারের পর তিনি ইংল্যান্ডের কোচের পদ থেকে সরে দাঁড়ান। 


promotional_ad

এরপর গত মার্চে আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্ব পান এই সাবেক ইংলিশ ক্রিকেটার। যে কারণে সর্বশেষ জিম্বাবুয়ে সফরে ছিলেন না থর্প। তার অনুপস্থিতিতে আফগানিস্তানের দায়িত্ব সামলান সাবেক ক্রিকেটার রাইস খান আহমেদজাই।


তার অধীনে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছে আফগানিস্তান। জিম্বাবুয়ের বিপক্ষে খেলা সবগুলো ম্যাচেই জয় পেয়েছেন মোহাম্মদ নবি-রশিদ খানরা। এদিকে আগস্টের প্রথম সপ্তাহে আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা রয়েছে আফগানিস্তানের। 


আইরিশদের বিপক্ষে ৫টি টি-টোয়েন্টি খেলবেন রশিদরা। তবে আয়ার‌ল্যান্ড সফরের আগে সুস্থ হয়ে আফগানিস্তানের দায়িত্ব নেয়ার সম্ভাবনা নেই থর্পের। যে কারণে নতুন প্রধান কোচ খুঁজছে আফগানিস্তান।


এদিকে ফিল্ডিং কোচ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের রায়ান ম্যারনকে দায়িত্ব দিয়েছে তারা। ৬ মাসের দায়িত্ব দিলেও পারফরম্যান্সের ভিত্তিতে তার চুক্তি বাড়ানোর সুযোগ রয়েছে। এ ছাড়া কদিন আগে বোলিং কোচের দায়িত্ব দেয়া হয়েছে পাকিস্তানের উমর গুলকে।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball