মাঠ চালান অধিনায়ক, মাহমুদউল্লাহর সিদ্ধান্ত প্রসঙ্গে লিটন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


আরো পড়ুন

এশিয়া কাপের সূচি ঘোষণা, বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর

২ ঘন্টা আগে
এশিয়া কাপ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পুরো টি-টোয়েন্টি সিরিজ জুড়েই অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হয়েছে। শেষ টি-টোয়েন্টিতে সেই সমালোচনা আরও ডালপালা মেলেছে।


তৃতীয় টি-টোয়েন্টিতে সাকিব আল হাসানকে দিয়ে মাত্র দুই ওভার বোলিং করিয়েছেন তিনি। সপ্তম ওভারে এসে উইকেট নেয়ার পর তাকে আবার বোলিং দেয়া হয় ইনিংসের শেষদিকে। এর আগে দ্বিতীয় ম্যাচে মোসাদ্দেক হোসেন বোলিংয়ে এসে উইকেট নিলেও তাকে আর ওভারই করানো হয়নি।


promotional_ad

সিরিজ শেষে ওপেনিং ব্যাটার লিটন দাস জানিয়েছেন, মাঠের সিদ্ধান্তগুলো অধিনায়কই নেন। তিনি যে সিদ্ধান্ত নেবেন সেগুলো মাঠে পালন করা খেলোয়াড়দের দায়িত্ব বলেই মনে করেন এই উইকেটরক্ষক ব্যাটার। ক্রিকেটাররা সেই দায়িত্ব পালন করতে পারেননি বলেই আক্ষেপ করেছেন তিনি।


আরো পড়ুন

রাসেলের ব্যাট দিয়ে ১১ ছক্কায় ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিলেন ডেভিড

১১ ঘন্টা আগে
টিম ডেভিড, ফাইল ফটো

এ প্রসঙ্গে লিটন বলেন, ‘আমার মনে হয়, মাঠে যদি পরিকল্পনাগুলো কাজে লাগানো যেত, তাহলে এ প্রশ্নগুলো আসত না। আর সম্পূর্ণ মাঠ চালায় অধিনায়ক। অধিনায়ক যে সিদ্ধান্ত দেবে, আমাদের প্রত্যেক খেলোয়াড়েরই তা পালন করা উচিত।’


উইকেটে ডানহাতি ব্যাটার থাকলে ডানহাতি বোলার বল করতে পারবেন না এমন কোনো নিয়ম নেই। অবশ্য লিটনের বিশ্বাস সিদ্ধান্তটা অধিনায়কেরই। অবশ্য এই সিদ্ধান্তের ব্যাখ্যা নেই লিটনের কাছে।


তিনি বলেন, 'অনেক সময় ডানহাতি ব্যাটসম্যানকে যদি ডানহাতি বোলারও বল করে, সমস্যা হয় না। তবে সিদ্ধান্তটা সম্পূর্ণ অধিনায়কের।’


লিটন যোগ করেন, ‘মাঠ তো আমি চালাব না বা আর দশটা খেলোয়াড় চালাবে না। আমাদের উচিত ওনার (অধিনাকের) যে সিদ্ধান্ত, সে অনুযায়ী কাজ করা।’ মাহমুদউল্লাহর সিদ্ধান্তকে সমর্থন দিয়ে লিটন বলেন, ‘সিদ্ধান্তটাতে ভালো কিছু হলে হয়তো প্রশ্নটা আসত না।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball