বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


আরো পড়ুন

এশিয়া কাপের সূচি ঘোষণা, বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর

২ ঘন্টা আগে
এশিয়া কাপ

নিকোলাস পুরান ও কাইল মেয়ার্সের দুর্দান্ত ব্যাটিংয়ের সামনে পাত্তাই পেল না বাংলাদেশের বোলাররা। ক্যারিবীয় দুই ব্যাটারের হাফ সেঞ্চুরিতে অনায়াসে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাতে তিন ম্যাচের দুটিতে জিতে সিরিজে নিজেদের করে নিলো স্বাগতিকরা।


গায়ানায় জয়ের জন্য ১৬৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নাসুম আহমেদের প্রথম বলে ছক্কা মেরে দারুণ শুরুর আভাস দেন ব্রেন্ডন কিং। তবে প্রথম ওভারের শেষ বলে ডানহাতি এই ব্যাটারকে ফিরিয়ে ইনিংস বড় করতে দেননি নাসুম। বাঁহাতি এই স্পিনারের ফুলার লেংথ ডেলিভারিতে ফ্লিক করতে গিয়ে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৭ রান করা কিং।


প্রথম ওভারে ৮ রান দিলেও উইকেটশূন্য ছিলেন শেখ মেহেদি হাসান। তবে নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ে ফিরেই উইকেট তুলে নেন ডানহাতি এই অফ স্পিনার। মেহেদির লেগ স্টাম্পের লেংথ ডেলিভারিতে সুইপ করতে গিয়ে স্কয়ার লেগে এনামুল হক বিজয়ের হাতে ক্যাচ দেন ১২ রান করা শামাহ ব্রুকস। পাওয়ার প্লে শেষ হওয়ার পর ম্যাচে প্রথমবার বোলিংয়ে আসেন সাকিব আল হাসান। 


বোলিংয়ে এসে প্রথম বলেই ওডেন স্মিথকে সাজঘরে ফেরান বাঁহাতি এই স্পিনার। সাকিবের ঝুলিয়ে দেয়া ডেলিভারিতে স্লগ সুইপ করতে গিয়ে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন ২ রান করা স্মিথ। এরপর চারে নামা নিকোলাস পুরানকে সঙ্গে নিয়ে দারুণ জুটি গড়ে তুলেন কাইল মেয়ার্স। তারা দুজনে মিলে যোগ করেন ৮৫ রান। তাতেই জয়ের ভিত পায় ওয়েস্ট ইন্ডিজ।


এদিকে পুরানের সঙ্গে জুটি গড়ার পাশাপাশি দারুণ ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরিও তুলে নিয়েছেন মেয়ার্স। তবে হাফ সেঞ্চুরির পর দীর্ঘস্থায়ী হতে পারেননি তিনি। ৫৫ রান করা বাঁহাতি এই ব্যাটারকে ফেরান নাসুম। বাঁহাতি এই স্পিনারের গুড লেংথ ডেলিভারিতে মেহেদির হাতে ক্যাচ দিয়ে ফেরেন মেয়ার্স। এরপর হাফ সেঞ্চুরির দেখা পান পুরানও।


promotional_ad

মেয়ার্সের বিদায়ের পর দ্রুতই আউট হয়েছেন রভম্যান পাওয়েল। আফিফের অফ স্টাম্পের বাইরের ঝুলিয়ে দেয়া বলে লিটনকে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। তবে ওয়েস্ট ইন্ডিজের ৫ উইকেটের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন পুরান। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক অপরাজিত ছিলেন 


আরো পড়ুন

রাসেলের ব্যাট দিয়ে ১১ ছক্কায় ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিলেন ডেভিড

১১ ঘন্টা আগে
টিম ডেভিড, ফাইল ফটো

এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে ভালো শুরুর আভাস দিয়েছিলেন বাংলাদেশের দুই ওপেনার। তবে সেটা বেশিক্ষণ ধরে রাখতে পারেননি তারা। ইনিংসের পঞ্চম ওভারে এসে উইকেট হারায় বাংলাদেশ। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দারুণ ব্যাটিং করার ফলে ওয়েস্ট ইন্ডিজ সফরে সুযোগ পেয়েছিলেন এনামুল হক বিজয়। তবে নিজের প্রত্যাবর্তনের সিরিজটা রাঙাতে পারলেন না ডানহাতি এই ওপেনার।


প্রথম দুই ম্যাচের মতো শেষ টি-টোয়েন্টিতেও ব্যর্থ হয়েছেন বিজয়। পেসার ওডেন স্মিথের শর্ট অব গুড লেংথের বল  টেনে মারতে গিয়ে ক্যাচ দেন তিনি। আকেল হোসেন সহজ ক্যাচ লুফে নিলে ১০ রানে ফিরে যেতে হয় বিজয়কে। ডানহাতি এই ওপেনারের পর দ্রুতই আউট হয়েছেন সাকিব আল হাসানও। রোমারিও শেফার্ডের শর্ট অব লেংথ বলে তুলে মারতে গিয়ে ৫ রানে ফিরেছেন বাঁহাতি এই ব্যাটার।


সাকিবের বিদায়ের পর আফিফ হোসেন ধ্রুবকে নিয়ে জুটি গড়েন লিটন। তাদের দুজনের ব্যাটে দ্রুত দুই উইকেট হারানোর বিপর্যয় সামাল দেয় বাংলাদেশ। শুরু থেকে দারুণ ব্যাটিং করলেও হাফ সেঞ্চুরি পাওয়া হয়নি লিটনের। হেইডেন ওয়ালশ জুনিয়রের ঝুলিয়ে দেয়া বলে আকেলকে ক্যাচ দিয়ে ৪৯ রানে ফেরেন ডানহাতি এই ওপেনার। এরপর মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে থাকেন আফিফ।


থিতু হলেও এদিন দ্রুত রান তুলতে পারেননি মাহমুদউল্লাহ। হেইডেনের বলে রিভার্স সুইপ করতে গিয়ে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। প্রথম দুই ম্যাচে ব্যর্থ হওয়া মাহমুদউল্লাহ এদিন আউট হয়েছেন ২০ বলে ২২ রানের ইনিংস খেলে। মাহমুদউল্লাহ ফেরার ওভারেই আউট হয়েছেন আফিফ। মিড উইকেটে ঠেলে দিয়ে দুই রান নিতে গিয়ে রান আউট হয়েছেন তিনি। 


রান আউটে কাটা পড়লেও ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি পেয়েছেন আফিফ। ৩৮ বলে হাফ সেঞ্চুরি পাওয়া আফিফ ফিরেছেন ৫০ রানে। শেষ ওভারে মোসাদ্দেক হোসেন সৈকতের দুই চারের সাহায্যে ১৬৩ রানের পুঁজি পায় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি উইকেট নিয়েছেন হেইডেন ওয়ালশ।


সংক্ষিপ্ত স্কোর-


বাংলাদেশ-  ১৬৩/৫ (২০ ওভার) (লিটন ৪৯, বিজয় ১০, সাকিব ৫, আফিফ ৫০, মাহমুদউল্লাহ ২২, মোসাদ্দেক ১০*; হেইডেন ২/২৫)


ওয়েস্ট ইন্ডিজ-  ১৬৯/৫ (১৮.২ ওভার) (কিং ৭, ব্রুকস ১২ মেয়ার্স ৫৫, পুরান ৭৪*; নাসুম ২/৪৪, মেহেদি ১/২১)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball