তামিমের সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

তানজিদ-ইমনদের ছক্কায় মুগ্ধ তামিম

২২ জুলাই ২৫
পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম ও তামিম ইকবাল

গত ২৭ জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন হঠাৎ করেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে ৬ মাসের বিরতির ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। তার সেই বিরতির মেয়াদ শেষ হতে চলেছে চলতি মাসেই।


গত মাসে তামিমের একটি বক্তব্যকে ঘিরে আলোচনা শুরু হয়েছিল। যদিও এই ওপেনার বিশদ এক বার্তায় টি-টোয়েন্টিতে ফেরা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন। জানিয়েছিলেন ছয় মাসের বিরতি শেষ হলেই তিনি নিজের সিদ্ধান্ত জানাবেন।


promotional_ad

তামিম এখনও নিজের সিদ্ধান্ত না জানানোর কারণে এই ওপেনারকে নিয়ে দোটানায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিম তার সিদ্ধান্ত কখন জানাবেন এটা মনে করিয়ে দেয়ার কিছু নেই বলে মনে করেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।


আরো পড়ুন

এবারের এশিয়া কাপ ৮ দলের

২৪ জুলাই ২৫
ভারত, ফাইল ফটো

তামিমের ফেরা প্রসঙ্গে গণমাধ্যমকে তিনি বলেছেন, 'তামিমই সেটা জানাবে, অপেক্ষা করুন। হয়ত এই সিরিজের পর বা জুলাই শেষে। জুলাই পর্যন্ত সময় নিয়েছে, আগস্টে জানানোর কথা। জুলাইয়ের শেষ বা আগস্টের প্রথম দিকে হয়ত জানিয়ে দিবে। আমাদের কোনো রিমাইন্ডার নেই। তার সাথে অনেক মিটিং হয়েছে। মনে করিয়ে দেওয়ার কিছু নেই। সেই বলবে, সেই জানানোর কথা।'


আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্ব আসরে তামিমকে পাওয়া যাবে কিনা তা নিয়েও সন্দিহান রয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। অবশ্য জালাল ইউনুস জানিয়েছেন তারা সব সময়ই তামিমের ব্যাপারে ইতিবাচক আছেন।


তিনি বলেন, 'বিশ্বকাপে খেলবে কি না সেটা তো সে বলেনি এখনও। এভেইলেবল কি না তা তো আমাদেরকেও বলেনি। বিশ্বকাপ তো পরে, সে টি-টোয়েন্টি খেলবে কি না এটাই বেশি গুরুত্বপূর্ণ। আমরা তো ইতিবাচক ছিলাম সবসময়, আমরা তো তাকে চাচ্ছিলাম। সিদ্ধান্ত তার কাছে, আমাদের কাছে না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball