জিম্বাবুয়ে যাচ্ছেন না সাকিব, নিশ্চিত করলো বিসিবি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

সাকিবদের লিগে পারিশ্রমিক বিতর্কে তোলপাড়, ৫ ম্যাচ বাতিল

২৪ জুলাই ২৫
ওপেন করতে নামছেন সাকিব আল হাসান, ফাইল ফটো

জিম্বাবুয়ে সফরে না যেতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন করেছিলেন সাকিব আল হাসান। যদিও তার আবেদন মঞ্জুর হবে কিনা তা নিয়ে কিছুটা সংশয় ছিলই।


এবার বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে জিম্বাবুয়ে সফরে সাকিবকে ছাড়াই যাচ্ছে বাংলাদেশ দল। যদিও এই সফরে দলের সঙ্গে থাকবে বাকি সব গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা।


promotional_ad

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এই বিষয়টি নিশ্চিত করেছেন। সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নিতে তারা নির্বাচকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন। সেখানেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।


আরো পড়ুন

জিম্বাবুয়ের টেস্ট দলে ফিরলেন রাজা-কারান

২২ জুলাই ২৫
টেস্ট দলে ফিরলেন সিকান্দার রাজা, ফাইল ফটো

জালাল ইউনুস বলেন, ‘সাকিব থাকছে না, এটা আমাদের আগেই বলে দিয়েছে। এ জন্যই আজকে আমরা নির্বাচকদের সাথে বসেছিলাম। তারা একটা দল চূড়ান্ত করছে। যেখানে দেখা যাচ্ছে এই দলটা আছে এখন সবাই অ্যাভেইলেবল।’


বাকি সিনিয়র ক্রিকেটারদের খেলার নিশ্চয়তা দিয়ে বিসিবির এই কর্মকর্তা বলেছেন, ‘সিনিয়র বেশিরভাগ খেলোয়াড় কিন্তু খেলবে। তারা সবাই খেলতে চায়। সিনিয়র বলতে আসলে বেশিরভাগই তো সিনিয়র, যারা জাতীয় দলে খেলে কয়েকজন ছাড়াতো বাকিরা অভিজ্ঞ সিনিয়র। তারা অ্যাভেইলেবল আছে সেটাই জানিয়েছে আমাদেরকে।’


বাংলাদেশ দল এখন ব্যস্ত সময় কাটাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সফরে। এই সফর শেষে এক সপ্তাহও সময় পাবে না বাংলাদেশ দল। এর মধ্যেই উড়াল দিতে হবে জিম্বাবুয়ে সফরে।


আগামী ২৬ জুলাই ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরবেন বাংলাদেশের ক্রিকেটাররা। এরপর ২২ জুলাই তাদের জিম্বাবুয়ে পাড়ি দেয়ার কথা রয়েছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball