বাংলাদেশের স্পিনারদের নিয়ে ভাবছেন না পুরান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এশিয়া কাপের সূচি ঘোষণা, বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর

২ ঘন্টা আগে
এশিয়া কাপ

গায়ানায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি শুরুর কয়েকদিন আগে থেকেই একটানা বৃষ্টি হচ্ছে। ফলে সেখানে ধীরগতির উইকেট থাকতে পারে, এমনটাই অনুমেয়। আর উইকেট ধীরগতির হলে স্পিন নির্ভর বোলিং আক্রমণ নিয়ে মাঠে নামতে দেখা যাবে বাংলাদেশ দলকে। সাকিব আল হাসান-নাসুম আহমেদদের নিয়ে অবশ্য একেবারেই ভাবছেন না নিকোলাস পুরান।


ক্যারিবিয়ান অধিনায়ক ভরসা রাখছেন নিজের ব্যাটারদের ওপর। গায়ানার এই মাঠে অবশ্য পেসারদের দাপটই কিছুটা বেশি। এখন পর্যন্ত সেখানে ১০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ হয়েছে। যেখানে পেসাররা নিয়েছেন ৫৩টি উইকেট।


promotional_ad

অপরদিকে স্পিনাররা উইকেট নিয়েছেন ২৮টি। অবশ্য ইকোনমি রেট দেখলে বোঝা যায় প্রভিডেন্সে জাতীয় স্টেডিয়ামে এগিয়ে থাকছেন স্পিনাররাও। এই মাঠে পেসারদের ইকোনমি রেট ৭.৪০, যেখানে স্পিনারদের ইকোনমি রেট ৬.৪৩।


আরো পড়ুন

রাসেলের ব্যাট দিয়ে ১১ ছক্কায় ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিলেন ডেভিড

১১ ঘন্টা আগে
টিম ডেভিড, ফাইল ফটো

তৃতীয় টি-টোয়েন্টি শুরুর আগের দিন পুরান বলেন, ‘বলতে পারব না আসলে। আমার মনে হয়েছে, কন্ডিশন পর্যালোচনা করে ইতিবাচক থাকাই দরকার আমাদের। নির্দিষ্ট দিনে যে কোনো কিছুই হতে পারে। হ্যাঁ, বাংলাদেশের মানসম্পন্ন স্পিনার আছে, তবে তাদের নিয়ে খুব বেশি ভাবতে চাই না।’


‘আমাদের ভালো ব্যাটসম্যান আছে, যাদের দক্ষতা আছে। নির্দিষ্ট দিনে তারা দলের জন্য ফল নিয়ে আসতে পারবে। এটা নিয়ে ভাবতে চাই না। আমাদের দলের ব্যাটসম্যানদের নিয়ে খুশি আমি। কেউ কেউ ভুল করতেই পারে, তবে তাদের সমর্থন দেওয়াটা গুরুত্বপূর্ণ। একটা ম্যাচের কারণে আত্মবিশ্বাস আলগা হয়ে যাক, এটি চাই না আমরা। আশা করি সব ঠিকঠাক থাকবে।’


সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৫ রানে জিতে সিরিজটিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball