বিজয়দের অন্তত ৩-৪ ম্যাচ সুযোগ দিতে চান মাহমুদউল্লাহ

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আরও কিছুদিন খেলতে বিসিবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মাহমুদউল্লাহ

৩ ঘন্টা আগে
ফাইল ছবি

বাংলাদেশের টি-টোয়েন্টি দলের সবচেয়ে বড় সমস্যার নাম ওপেনিং জুটি। সর্বশেষ কয়েক বছর থেকেই ধারাবাহিকভাবে রান আসছে না উদ্বোধনী জুটি থেকে। তাতে কাজে লাগানো যাচ্ছে না প্রথম ৬ ওভারে ৩০ গজের বাইরে দুজন ফিল্ডার থাকার সুবিধা। সুযোগ পেলেও কোনো ওপেনারই সেটা লুফে নিতে পারছেন না। ওপেনিংয়ের সমস্যা কাটিয়ে উঠতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলে নেয়া হয়েছে এনামুল হক বিজয় ও মুনিম শাহরিয়ারকে। 


সিরিজের প্রথম ম্যাচে তারা দুজন ওপেন করলেও ফলাফল বদলাতে পারেননি। দ্বিতীয় লিটন দাস ও বিজয়ের জুটিতেও দেখা গিয়েছে একই চিত্র। বাংলাদেশের ওপেনারদের ইনিংস শুরুর আগেই যেন শেষ হয়ে যাচ্ছে। তবে এসব নিয়ে চিন্তিত নন মাহমুদউল্লাহ রিয়াদ। বরং ওপেনারদের অন্তত ৩-৪ টি করে ম্যাচ সুযোগ দিতে চান তিনি। 


promotional_ad

তৃতীয় টি-টোয়েন্টির আগে মাহমুদউল্লাহ বলেন, ‘চিন্তার বিষয় (ওপেনারদের নিয়ে), আমি আসলে ওইভাবে দেখছি না। আমার কাছে মনে হয় যারাই ‍সুযোগ পাচ্ছে, টিম ম্যানেজমেন্ট ও আমরা চেষ্টা করবো সঠিকভাবে সুযোগটা দিতে। যেন ওরা বিশ্বাস করতে পারে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের ওপর। যে যখন সুযোগটা পাবে সে যেন সঠিকভাবে সুযোগ পায়। অন্তত ৩-৪ টা ম্যাচ সুযোগ পায়।’


আরো পড়ুন

এশিয়া কাপের সূচি ঘোষণা, বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর

২ ঘন্টা আগে
এশিয়া কাপ

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর লিটন, সৌম্য সরকার, নাইম শেখদের সঙ্গে ওপেনিংয়ে দেখা গেছে নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসানদেরও। তবে কোনো জুটিই ফলপ্রসূ হয়নি। সৌম্য, নাইম, সাইফরা ছিটকে যাওয়ার পর বিজয়-মুনিমকে দিয়ে নতুন শুরুর চেষ্টা করলেও এখন পর্যন্ত সফলতা মেলেনি।


ওপেনারদের পর্যাপ্ত সুযোগ দিতে চাইলেও খারাপ করলে যে বাদ পড়তে হবে সেটারও ইঙ্গিত দিয়ে রেখেছেন মাহমুদউল্লাহ। বাংলাদেশে??? টি-টোয়েন্টি অধিনায়ক জানিয়েছেন, ৩-৪ সুযোগ পাওয়ার পর ক্লিক করতে না পারলে বিকল্প দেখতে শুরু করবে টিম ম্যানেজমেন্ট।


মাহমুদউল্লাহ বলেন, ‘তারপর কেউ যদি ওই জায়গাতে ক্লিক করতে না পারে তখন সম্ভবত আরেকজন অপশন আমরা দেখবো। কিন্তু অন্তত এটা যেন আমরা (টিম ম্যানেজমেন্ট) নিশ্চিত করতে পারি যারাই সুযোগুলো পাচ্ছে যেন সঠিকভাবে সুযোগ পায়। তাহলে ওদের ভেতর ওই বিশ্বাসটা কাজ করবে যে আমার কাছে সুযোগ আছে। এখন এটা আমার ওপর যে এটাকে আমি কিভাবে কাজে লাগাবো।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball