ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে পান্ত, ৬ বছর পর দশের বাইরে কোহলি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইসিসি র্যাঙ্কিংয়ে রিশাদের চমক, লিটন-ইমনের উন্নতি
১৬ জুলাই ২৫
এজবাস্টন টেস্টে হারলেও দারুণ এক সেঞ্চুরি পেয়েছিলেন ঋষভ পান্ত। এমন পারফরম্যান্সের সুফলও পেয়েছেন ভারতের এই উইকেটরক্ষক ব্যাটার। টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন।
এজবাস্টন টেস্টে ১৪৬ ও ৫৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ছয় ধাপ এগিয়ে এখন ভারতের সর্বোচ্চ রেটিংধারী ব্যাটার পান্ত। এর আগে পান্তের সর্বোচ্চ অবস্থান তিন ৭ নম্বর।

২ হাজার ৫০৩ দিন পর টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো সেরা দশের বাইরে চলে গেছেন বিরাট কোহলি। তিনি তিন ধাপ পিছিয়ে ১৩তম স্থানে নেমে গেছেন।
প্রতিভার মতো পান্তের বড় একটা হৃদয়ও আছে: নাসের
২৫ জুলাই ২৫
শীর্ষস্থান ধরে রেখেছেন ইংলিশ ব্যাটার জো রুট। ৯২৩ পয়েন্ট নিয়ে তিনি দ্বিতীয় স্থানে থাকা মার্নাস ল্যাবুশেনের সঙ্গে ব্যবধান বাড়িয়েছেন। এটা রুটের ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্টও বটে।
৮৭৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছেন ল্যাবুশেন। ৮২৬ রেটিং নিয়ে তিন আরেক অজি ব্যাটার স্টিভ স্মিথ। চার নম্বরে আছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তিনি ৮১৫ পয়েন্ট নিয়ে এই অবস্থানে আছেন।
এজবাস্টনে ১০৬ ও ১১৪ রানের অপরাজিত ইনিংস খেলে সেরা দশে জায়গা করে নিয়েছেন জনি বেয়ারস্টো। তার উন্নতি হয়েছে ১১ ধাপ।