হারের পর জরিমানা গুনলেন ভারতের ক্রিকেটাররা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
৯ সেপ্টেম্বর শুরু এশিয়া কাপ, সব ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে
৪ ঘন্টা আগে
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে স্লো ওভার রেটের কারণে জরিমানার কবলে পড়েছে ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট থেকে তাদের দুই পয়েন্ট কেটে নেয়া হয়েছে।
এজবাস্টনে এই ম্যাচে ৭ উইকেটে হেরেছে ভারত। এর ফলে সিরিজ শেষ হয়েছে ২-২ ব্যবধানে। ২ পয়েন্ট কাটা যাওয়ার পর ভারতের জয়ের শতাংশ দাঁড়িয়েছে ৫২.০৮।

এই হারের ফলে পয়েন্ট টেবিলে ৪ নম্বরে নেমে গেছে ভারত। আর পাকিস্তান উঠে গেছে তিন নম্বরে। জরিমানা হয়েছে ভারতীয় ক্রিকেটারদেরও।
এখন ব্যাটিং অনেক সহজ, ২০-২৫ বছর আগে দ্বিগুণ কঠিন ছিল: পিটারসেন
৫ ঘন্টা আগে
তাদের ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। এর মধ্যে দিয়ে তৃতীয়বারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট কাটা গেছে ভারতের।
এর আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শুরুর ম্যাচে জরিমানা হয়েছিল ভারতের। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টে পয়েন্ট কাটা গিয়েছিল তাদের।
আইসিসির বিধি অনুযায়ী প্রতি ওভারের জন্য ম্যাচ ফির ২০ শতাংশ করে জরিমানার বিধান রয়েছে। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট থেকে প্রতি ওভারের জন্য এক পয়েন্ট করে কাটার নিয়ম রয়েছে।