উইলিয়ামসনদের সমান ম্যাচ ফি পেতে যাচ্ছেন কিউই নারী ক্রিকেটাররা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

সাউথ আফ্রিকার জেতা ম্যাচ কেড়ে নিয়ে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

১২ ঘন্টা আগে
নিউজিল্যান্ড ক্রিকেট

লিঙ্গ সমতার অনন্য এক নজির স্থাপন করল নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। নতুন কেন্দ্রীয় চুক্তিতে পুরুষ ও নারী ক্রিকেটাররা সমান ম্যাচ ফি পেতে যাচ্ছেন। পাঁচ বছরের নতুন এই চুক্তি কার্যকর হতে যাচ্ছে আগামী পহেলা আগস্ট থেকে।


শুধু আন্তর্জাতিক ক্রিকেটে নয়, ঘরোয়া ক্রিকেটেও সমান সমান ম্যাচ ফি পাবে নিউজিল্যান্ডের পুরুষ ও নারী ক্রিকেটাররা। ক্রিকেট ইতিহাসে এবারই প্রথম এমন এক ঘটনা দেখা গেল।


promotional_ad

এনজেডসির এমন নজিরে উচ্ছ্বসিত নিউজিল্যান্ড নারী দলের অধিনায়ক সোফি ডিভাইন। তিনি বলেন, 'আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট খেলা সবার জন্য এটা দারুণ এক সংবাদ। ছেলেদের সাথে একই চুক্তিতে থাকা সত্যিই দারুণ। আমাদের দেশের তরুণ নারী ক্রিকেটাররা ভীষণ অনুপ্রাণিত হবে।'


আন্তর্জাতিক অঙ্গনে ওয়ানডে দলের প্রত্যেকে ম্যাচ ফি পাবেন চার হাজার নিউজিল্যান্ড ডলার। টি-টোয়েন্টিতে পেতে যাচ্ছেন আড়াই হাজার নিউজিল্যান্ড ডলার এবং টেস্ট ক্রিকেটে পেতে যাচ্ছেন দশ হাজার ২৫০ নিউজিল্যান্ড ডলার।


এ ছাড়া ঘরোয়া লিগে ৫০ ওভারের খেলায় ম্যাচ ফি ৮০০ নিউজিল্যান্ড ডলার, সুপার স্ম্যাশে ৫৭৫ নিউজিল্যান্ড ডলার এবং শেফিল্ড শিল্ডে এক হাজার ৭৫০ নিউজিল্যান্ড ডলার পাবেন পুরুষ ও নারী কিউই ক্রিকেটাররা।।


শুধু পারিশ্রমিকের ক্ষেত্রে নয়, আবাসন, ভ্রমণ, এমনকি ট্রেইনিংসহ অন্যান্য সুযোগ-সুবিধাতেও পুরুষ ও নারী ক্রিকেটারদের সম-মান নিশ্চিত করা হয়েছে। নতুন এই চুক্তিতে ক্রিকেটারদের আইপিএল বা অন্যান্য বিদেশি লিগে খেলার সুবিধাও রাখা হয়েছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball