যুক্তরাষ্ট্র নারী দলের প্রধান কোচ চন্দরপল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রাসেলের ব্যাট দিয়ে ১১ ছক্কায় ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিলেন ডেভিড
২২ ঘন্টা আগে
যুক্তরাষ্ট্রের জাতীয় নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন শিবনারায়ণ চন্দরপল। এই গুরুদায়িত্বের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নারী অনূর্ধ্ব-১৯ দলের কোচের দায়িত্বও সামলাবেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ব্যাটার।
যুক্তরাষ্ট্রের ক্রিকেট বোর্ড ৩ জুলাই এক বিবৃতিতে চন্দরপলকে নিয়োগ দেয়ার কথা জানিয়েছে। ২০২৩ সালের শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র নারী দলের কোচিং করাবেন চন্দরপল।

নিজের উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে চন্দরপল বলেন, 'যুক্তরাষ্ট্র জাতীয় নারী দল ও অনূর্ধ্ব-১৯ নারী দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়ে আমি সত্যিই রোমাঞ্চিত। আমি খুব আগ্রহের সঙ্গে যুক্তরাষ্ট্রের মেয়েদের ক্রিকেটের অগ্রগতীতে নজর রাখছি।'
'অনেক বছর ধরে ওরল্যান্ডোর বাসিন্দা হিসেবে যুক্তরাষ্ট্রের ক্রিকেটে সম্পৃক্ত হতে পারাটা উপভোগ করছি। যুক্তরাষ্ট্র ক্রিকেটের প্রধান কোচ হওয়ার সুযোগ পাওয়াটা সত্যিই অবিশ্বাস্য ব্যাপার।'
২০১৫ সালে আন্তর্জাতিক এবং ২০১৮ সালে সবধরনের ক্রিকেটকে বিদায় জানান চন্দরপল। এরপরই কোচিং দীক্ষা নিতে শুরু করেন তিনি। শেষবারের যুব বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেন তিনি।
এছাড়া এই বছরের শুরুতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) জ্যামাইকা তালাওয়াশের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান তিনি (২০২২ মৌসুমের জন্য)। নজরকাড়া ব্যাটিং স্টান্সের জন্য বহুল আলোচিত ছিলেন চন্দরপল।
আন্তর্জাতিক ক্যারিয়ারও সফল ছিল তার। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি ১৬৪ টেস্ট ম্যাচ খেলে ৫১.৩৭ গড় ও ৩০ সেঞ্চুরিতে ১১ হাজার ৮৬৭ রান করেছেন তিনি। ২৬৮ ওয়ানডেতে ১১ সেঞ্চুরিতে করেন আট হাজার ৭৭৮ রান। ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশের হয়ে ২২টি টি-টোয়েন্টিও খেলেছেন তিনি।