আগে জাতীয় দল, তারপর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট: স্টার্ক

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এত দ্রুত সবকিছু ঘটবে, তা ভাবিনি: স্টার্ক

১৫ জুলাই ২৫
১৫ বলে ৫ উইকেট নেয়ার পর মিচেল স্টার্ক, ফাইল ফটো

লম্বা সময় ধরে অস্ট্রেলিয়াকে সার্ভিস দিচ্ছেন মিচেল স্টার্ক। প্রায় এক যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারে চোটে পড়েছেন বেশ কয়েকবার। তাই ফিটনেস নিয়ে বরাবরই সতর্ক এই স্পিড স্টার। ফিটনেস ধরে রেখে আন্তর্জাতিক ক্যারিয়ার লম্বা করতে বেশ কয়েকবার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার জার্সিতে ম্যাচ খেলাটাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।


আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর পরই গতি আর নিখুঁত লাইন-লেন্থে আলাদা করে নিজের জাত চিনিয়েছেন স্টার্ক। সময়ের সঙ্গে সঙ্গে ধারাবাহিক হয়েছেন, হয়ে উঠেছেন অজিদের পেস ইউনিটের বড় অস্ত্র। শুধুই আন্তর্জাতিক ক্রিকেট নয়, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তার কদর আছে বেশ।


promotional_ad

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বিগ ব্যাশ লিগ (বিবিএল) সব জায়গায়ই খেলেছেন এই পেসার। তবে গত কয়েক বছর ধরে তিনি বেছে বেছে ক্রিকেট খেলছেন। বিশেষ করে জাতীয় দলের সময় সূচিকে প্রধান্য দিচ্ছেন। ফ্র্যাঞ্চাইজি লিগে ম্যাচ খেলার ধকল যেন জাতীয় দলের খেলায় প্রভাব না ফেলে সেদিকে লক্ষ্য রাখছেন।


আরো পড়ুন

রাসেলের ব্যাট দিয়ে ১১ ছক্কায় ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিলেন ডেভিড

২২ ঘন্টা আগে
টিম ডেভিড, ফাইল ফটো

স্টার্ক বলেন, 'আইপিএলে, বিবিএল নিয়ে ভাবার আগে আমি অস্ট্রেলিয়ার সময় সূচির দিকে তাকাই এবং যতটা সম্ভব ফিট থেকে ভালো পারফর্ম করতে চাই। এরপরে থাকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট।'


এখনও পর্যন্ত বিবিএলের বেশ কয়েকটি আসরে খেলেছেন স্টার্ক। যেখানে তার পারফরম্যান্সও চোখে পড়ার মতো। যেকোনো ধরনের ক্রিকেটেই খেলার সময় পুরো মনযোগ দিয়েই খেলেন এই পেসার। সবজায়গায় সাফল্য পেতে এটাই তার মূলমন্ত্র।


স্টার্ক বলেন, 'আমি যখন বিবিএল খেলেছি, সবসময়ই এটা উপভোগ করেছি। কিন্তু আমি মনে করি, গত সাত বছরে সব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন হয়নি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball