পাওয়ার প্লেতে আক্রমণাত্বক ক্রিকেট খেলার লাইসেন্স পাচ্ছেন বিজয়-মুনিম

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শুধু বিজয়ের ওপর দোষটা দেয়াটা বোকামি হবে: শান্ত
২৮ জুন ২৫
পাওয়ার প্লেতে মাত্র দুজন ফিল্ডার ৩০ গজের বাইরে থাকলেও সেটার সুবিধা লুফে নিতে পারে না বাংলাদেশ। নিজেদের ব্যাটিং সামর্থ্য দেখানোর পরিবর্তে দ্রুত উইকেট হারিয়ে ধুঁকতে থাকে মাহমুদউল্লাহ রিয়াদের দল। ওয়েস্ট ইন্ডিজে সর্বশেষ কয়েক সিরিজের দৈন্যদশা কাটাতে চায় টাইগাররা। ইনিংসের প্রথম ৬ ওভার কাজে লাগাতে এনামুল হক বিজয় ও মুনিম শাহরিয়ারকে আক্রমণাত্বক ক্রিকেট খেলার লাইসেন্স দিচ্ছে বিসিবি।
সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আক্রমণাত্বক ব্যাটিং করে আালোড়ন সৃষ্টি করেছিলেন মুনিম। ফরচুন বরিশালের হয়ে ৬ ইনিংসে করেছিলেন ১৭৮ রান। যেখানে ডানহাতি এই ওপেনারের স্ট্রাইক রেট ছিল ১৫২.১৩। তাতেই ঘরের মাঠে আফগানিস্তান সিরিজে ডাক পেয়েছিলেন। যদিও নিজের অভিষেক সিরিজে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি মুনিম।

এদিকে সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দুর্দান্ত ব্যাটিংয়ে নজর করে আবারও জাতীয় দলে ফিরেছেন বিজয়। দলে লিটন দাস থাকলেও ডমিনিকায় ওপেনিং জুটিতে দেখা যেতে পারে বিজয় ও মুনিমকে। মূলত পাওয়ার প্লের সুবিধা নিতেই তাদের দুজনকে দলে নেয়া হয়েছে বলেন জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন।
আমরা মাঠে খারাপ খেলছি বলেই সুজন স্যারকে হারতে হচ্ছে: মুনিম
১১ জানুয়ারি ২৫
রাজশাহীতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ প্রসঙ্গে বাশার বলেন, ‘মুনিম শাহরিয়ার তো শুরু করেছে, এনামুল হক বিজয় গিয়েছে। খুব সম্ভবত মুনিম শাহিরয়ার ওপেন করবে, সঙ্গে হয়তো আমি যতটুকু মনে করছি এনামুল হয়তো শুরু করবে। নতুন ওপেনিং জুটি, কিন্তু দুজনই কিন্তু খুব এক্সাইটিং ক্রিকেট খেলে থাকে। দেখুন আমাদের টি-টোয়েন্টি ফরম্যাটটা একটু ভিন্ন খেলতে চাচ্ছি এবার। অবশ্যই, যেটা ম্যানেজমেন্টেরও চাওয়া।’
‘আমরা যে গত টি-টোয়েন্টি সিরিজগুলো খেলেছিলাম, পাওয়ার প্লেটা সেভাবে ভালো ব্যবহার করতে পারিনি। আশা করছি যে আমাদের নতুন যে দুজন ওপেনার আছে তারা প্রথম ৬ ওভার ভালো ব্যবহার করতে পারবে। সেই উদ্দ্যেশ্য নিয়েই কিন্তু এই দুজনকে দলে নেয়া হয়েছে।’
আক্রমণাত্বক ক্রিকেট খেলতে গেলে সবসময় সফল হওয়ার সুযোগ নেই। সফলতার চেয়ে ব্যর্থ হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। সেটা বেশ ভালো করেই জানেন নির্বাচক বাশার। তাদের দুজনকে আক্রমণাত্বক ক্রিকেট খেলার লাইসেন্স দেয়ার পর বাশার জানিয়েছেন, বিজয় ও মুনিম ব্যর্থ হলেও তারা কিছু মনে করবেন না।
বাশার বলেন, ‘অবশ্যই, তাদের ওপর আমরা চাপ দিচ্ছি না। কিন্তু আমরা চাইবো তারা যেন তাদের স্বাভাবিক খেলাটা খেলে, যেটা পাওয়ার প্লেতে দেখতে চাই আমরা। সেটা করতে তারা যদি ব্যর্থ হয় আমরা কিছু মনে করবো না। তাদের সেই লাইসেন্সটা দিয়েই দলে নেয়া হয়েছে। তারা যেন তাদের স্বাভাবিক খেলাটা খেলে এবং প্রথম ৬ ওভার যেন ব্যবহার করে। সেটা করতে যদি ব্যর্থ হয় তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা চাই ঐ ইন্টেট, সেরকম ক্রিকেকটা যেন তারা খেলে।’