ব্রডের এক ওভারে ৩৫ রান খরচার বিশ্বরেকর্ড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘গিলকে থামাতে ইংল্যান্ডের সবচেয়ে বড় অস্ত্র হতে পারেন আর্চার’
৮ জুলাই ২৫
টি-টোয়েন্টিতে এক ওভারে সর্বোচ্চ রান দেয়ার রেকর্ডটি স্টুয়ার্ট ব্রডের দখলে অনেকদিন। এবার টেস্টেও এক ওভারে সবচেয়ে বেশি রান অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি নিজের করে নিয়েছেন ইংল্যান্ডের এই পেসার।
২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডের ছয় বলে ছয়টি ছক্কা মেরেছিলেন যুবরাজ সিং। এবার বার্মিংহ্যাম টেস্টে ব্রডের ওপর চড়াও হয়েছিলেন ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ।

দ্বিতীয় দিনে ভারতের ইনিংসে ৮৪তম ওভারে ভারতের স্কোরবোর্ডে যোগ হয়েছে মোট ৩৫ রান। যা টেস্ট ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ।
‘টেস্ট থেকে দ্রুতই অবসর নিতে পারেন বুমরাহ’
১৫ ঘন্টা আগে
ব্রডের ওভারটি ছিল ৪, ৫ (ওয়াইড), ৭ (নো বল), ৪, ৪, ৪, ৬ ও ১ রানের! এর মধ্যে বুমরাহর ব্যাট থেকে এসেছে ২৯ রান।
এর আগে ২০০৩ সালে জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার স্পিনার রবিন পিটারসনের এক ওভারে ২৮ রান নিয়েছিলেন কিংবদন্তি ক্যারিবীয় ব্যাটার ব্রায়ান লারা।