সিরিজ জিততে ব্যাটিং-বোলিংয়ে সেরাটা দিতে হবে: বাশার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এশিয়া কাপের সূচি ঘোষণা, বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর

১২ ঘন্টা আগে
এশিয়া কাপ

ডমিনিকায় শনিবার শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ক্যারিবীয়দের বিপক্ষে এই সিরিজে জিততে হলে দলগত পারফরম্যান্স করতে হবে বলে মনে করেন বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার।


দল ওয়েস্ট ইন্ডিজে থাকলেও বাশারের ব্যস্ততা বাংলাদেশ টাইগার্স ও এইচপি দলের প্রস্তুতি ম্যাচে। সামনে থেকে ক্রিকেটারদের পর্যবেক্ষণ করতে তিনি এখন রাজশাহীতে। সেখানেই বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজ নিয়ে কথা বলেছেন তিনি।


বাশার বলেন, 'ডমিনিকায় চ্যালেঞ্জিং হবে খেলা। ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল হিসেবে এখন ভালো। আমরা যখন জিতি দলীয়ভাবে খেলেই জিতি। আমাদের টি-টোয়েন্টি দলটা এমন নয় যে কেউ এসে বিস্ফোরক ইনিংস খেলে যাবে বা ৫ উইকেট নিয়ে নেবে। তারপরও আমরা এই দলটা নিয়ে অনেক ম্যাচ জিতেছি। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের হারিয়েছি।'


promotional_ad

দীর্ঘ ৫ বছর পর ডমিনিকার উইন্ডসর পার্কে গড়াচ্ছে  কোনো আন্তর্জাতিক ম্যাচ। এই মাঠে বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে মনে করেন বাশার। সিরিজে জিততে হলে ব্যাটিং ও বোলিং দুই বিভাবেই সেরাটা দেয়ার বিকল্প দেখছেন না তিনি।


আরো পড়ুন

রাসেলের ব্যাট দিয়ে ১১ ছক্কায় ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিলেন ডেভিড

২১ ঘন্টা আগে
টিম ডেভিড, ফাইল ফটো

জাতীয় দলের এই নির্বাচক বলেন, 'চ্যালেঞ্জিং হবে অবশ্যই। আমরা যে ক্রিকেটটা খেলি টি-টোয়েন্টিতে টিম গেম। সেটা যদি খেলতে পারি ভালো করা সম্ভব। অবশ্যই আমাদের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আমরা যদি ওয়েস্ট ইন্ডিজকে হারাতে চাই টি-টোয়েন্টি সিরিজে আমাদের ব্যাটিং-বোলিং দুটোতেই আমাদের সেরা পারফরম্যান্সটা করতে হবে। কারণ ওয়েস্ট ইন্ডিজ খুবই ভালো দল এই ফরম্যাটে।'


সেন্ট লুসিয়া থেকে মার্টিনিক হয়ে ডমিনিকা আসার পথে বাংলাদেশ দলের অনেক ক্রিকেটার 'মোশন সিকনেসে' আক্রান্ত হয়েছিলেন। যদিও ভালো খবর ক্রিকেটারসহ দলের অন্যরা এখন স্বাভাবিক আছেন। বাশার জানিয়েছেন দলের কারো শারীরিক ও মানসিক অস্বস্তি নেই।


ডমিনিকায় পৌঁছানোর পর ক্রিকেটারদের সঙ্গে কথা হয়েছে বলেও জানালেন বাশার। তার ভাষ্য, 'কালকে সবার সঙ্গে কথা হয়েছে। ডমিনিকায় পৌঁছানোর পর সবাই সুস্থ আছে। কোনো মেন্টাল ফিজিক্যাল সমস্যা নেই কারো এই মুহূর্তে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball