অ্যান্ডারসন-ব্রডদের 'বিরক্ত' করতে চেয়েছিলেন পান্ত

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
৯ সেপ্টেম্বর শুরু এশিয়া কাপ, সব ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে
১৪ ঘন্টা আগে
ঘরের মাঠে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে ফর্মের তুঙ্গে রয়েছে ইংল্যান্ড। ভারতকেও সিরিজের শেষ টেস্টের শুরুতে চেপে ধরেছিল তারা। দলীয় ১০০ রানের আগেই ইংলিশ বোলাররা তুলে নিয়েছিল ৫ উইকেট।
যদিও এমন পরিস্থিতিতে দারুণ এক সেঞ্চুরি করে ভারতকে বিপদ থেকে রক্ষা করেছেন ঋষভ পান্ত। ১১১ বলে ১৪৬ রানের ঝড়ো ইনিংসে সর্বমহলে প্রশংসা কুড়িয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

দিনের খেলা শেষে পান্ত জানিয়েছেন, তিনি ইংলিশ পেসারদের বিরক্ত করতে চেয়েছিলেন। যাতে করে তারা চাপ অনুভব করে এবং ব্যাকফুটে চলে যায়। সেই পরিকল্পনাতেই সফল হয়েছেন পান্ত।
এখন ব্যাটিং অনেক সহজ, ২০-২৫ বছর আগে দ্বিগুণ কঠিন ছিল: পিটারসেন
১৫ ঘন্টা আগে
এ প্রসঙ্গে তিনি বলেন, 'ইংল্যান্ডের মতো কন্ডিশনে বোলাররা একই জায়গায় বল করে এবং ব্যাটারদের সমস্যায় ফেলে। আমার মনে হচ্ছিল তাদের বিরক্ত করা উচিত। আমি চেষ্টা করেছিলাম একইধরনের ক্রিকেট না খেলতে। কখনও ব্যাকফুটে, কখনও স্টেপ আউট করে খেলতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম উইকেটের ব্যবহার করতে যাতে করে দলের জন্য কিছু করতে পারি।'
পান্ত এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন। ষষ্ঠ উইকেটে তাকে দারুণ সঙ্গ দিয়েছেন রবীন্দ্র জাদেজা। এই দুজনে মিলে ভারতের স্কোরবোর্ডে যোগ করেছেন ২২২ রান। দলের বিপদে নিজের শতভাগ ঢেলে দেয়ার চেষ্টায় ছিলেন পান্ত। সেই আশা পূরণও করেছেন বেশ ভালোভাবেই।
পান্তের ভাষ্য, 'একজন খেলোয়াড় হিসেবে নিজের শতভাগ দিতে চাই আমি। হ্যা আমি হয়তো ভিন্ন কিছু শট খেলেছি অনেকসময় কিন্তু আমার নিজের অংশটুকু পূরণ করার। আমার লক্ষ্য থাকে আক্রমণাত্মক খেলা অথবা ভিন্ন কিছু শট খেলা নিজের সামর্থ্য অনুযায়ী।'