ওপেনিংয়ে গিলক্রিস্টের মতো কার্যকরী হতে পারেন পান্ত: বাঙ্গার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

প্রতিভার মতো পান্তের বড় একটা হৃদয়ও আছে: নাসের

২৫ জুলাই ২৫
পায়ে চোট নিয়েও ব্যাটিং করেছেন পান্ত

সাউথ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি ঋষভ পান্ত। যার ফলে তাকে সমালোচনার মুখেও পড়তে হচ্ছে। তবে সঞ্জয় বাঙ্গার মনে করেন, সাদা বলের ক্রিকেটে ইনিংস ওপেন করলে সফল হবেন পান্ত।


সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ১৪ ম্যাচে ৩৪০ রান করেছিলেন পান্ত। যেখানে তিনি তার নামের প্রতি সুবিচার করতে পারেননি। এরপর সাউথ আফ্রিকা সিরিজেও ধারাবাহিক হতে পারেননি এই উইকেটকিপার ব্যাটার। ৪ ম্যাচে পান্তের ব্যাট থেকে এসেছে মোটে ৫৮ রান।


promotional_ad

মিডল অর্ডারে পান্তের এমন অধারাবাহিকতা কিছুটা হলেও ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। এই উইকেটকিপার ব্যাটারকে তাই ওপেনিংয়ে ব্যাটিং করার পরামর্শ দিয়েছেন সাবেক এই ভারতীয় ব্যাটিং কোচ। তিনি মনে করেন, ওপেনিংয়ে অ্যাডাম গিলক্রিস্টের মতোই কার্যকরী হয়ে উঠবেন পান্ত।


আরো পড়ুন

ওভালে খেলবেন না বুমরাহ

৪ ঘন্টা আগে
ওভালে খেলবেন না জসপ্রিত বুমরাহ, ফাইল ফটো

বাঙ্গার বলেন, 'এই মুহূর্তে ভারতীয় দল বাঁহাতি-ডানহাতি কম্বিনেশনের দিকে তাকিয়ে আছে। ইশান কিশান এই মুহূর্তে ভালো করছে, কিন্তু যদি ভারতীয় দল দীর্ঘমেয়াদে বামহাতি-ডানহাতি ওপেনিং জুটির চায়, তাহলে তারা ঋষভ পান্তকে ভাবতে পারে। অ্যাডাম গিলক্রিস্টে যেভাবে অস্ট্রেলিয়ার জন্য খেলেছে, সে (পান্ত) তেমন হতে পারে।'


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ২৯ রান করেছিলেন পান্ত। আর সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫ রানের বেশি করতে পারেননি এই উইকেটকিপার ব্যাটার। এই দুই ম্যাচেই হেরেছিল ভারত।


সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতেও দুই অঙ্ক ছুঁতে পারেননি পান্ত। এই ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল ৬ রান। পরের ম্যাচে করেছিলেন ১৭ রান। আর সিরিজের শেষ ম্যাচে ১ রানে অপরাজিত ছিলেন তিনি। পরে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball