এখনই বিশ্বকাপের দল গোছাতে চান দ্রাবিড়

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দ্রাবিড়কে ছাড়িয়ে ক্রিম্পস অ্যান্ড পপ কেনার পেন্স ও স্লিপ ফিল্ডিং শুরুর গল্প শোনালেন রুট

১২ জুলাই ২৫
বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে কারুন নায়ারের দুর্দান্ত ক্যাচ নিয়ে রাহুল দ্রাবিড়কে ছাড়িয়ে গেলেন জো রুট

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুবিধা করতে পারেনি ভারত। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে সুপার এইট থেকে বাদ পড়ে তারা। কিন্তু আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য কয়েক মাস আগে থেকেই প্রস্তুতি শুরু করতে চান রাহুল দ্রাবিড়।


গত টি-টোয়েন্টী বিশ্বকাপে ভারতের কাছে অনেক বেশি প্রত্যাশা ছিল দর্শকদের। বিশেষ করে উপমহাদেশের মাটিতে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ায় ফেভারিট ছিল বিরাট কোহলির দল। তাছাড়া রোহিত শর্মা-জাসপ্রিত বুমরাহদের মতো তারকাদের নিয়ে গড়া স্কোয়াড ছিল ভারতের।


promotional_ad

কিন্তু সমর্থকদের সেই প্রত্যাশার সিকি ভাগও পূরণ করতে পারনি ভারত। উল্টো গ্রুপ পর্ব থেকেই হেরে বিদায় নেয় তারা। তবে সেই বিশ্বকাপের পর দলের অধিনায়ক দায়িত্ব ছাড়ার পাশাপাশি টিম ম্যানেজমেন্টেও বেশ কিছু পরিবর্তন এসেছে। এবার ভারতের প্রধান কোচের চাওয়া, যত দ্রুত সম্ভব বিশ্বকাপ স্কোয়াড ঠিক করা এবং তাদের প্রস্তুত করা।


আরো পড়ুন

ওভালে খেলবেন না বুমরাহ

৪ ঘন্টা আগে
ওভালে খেলবেন না জসপ্রিত বুমরাহ, ফাইল ফটো

দ্রাবিড় বলেন, 'অবশ্যই, চোটের কারণে কিছু অপ্রত্যাশিত কিছু পরিবর্তন হতে পারে এবং এসব জিনিস আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তবে যত তাড়াতাড়ি সম্ভব আমরা স্কোয়াড তৈরি করার চেষ্টা করছি। আগামী সিরিজ (আয়ারল্যান্ড) বা তার পরের (ইংল্যান্ড) সিরিজে এটি হবে কি না তা বলা কঠিন, তবে আমরা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব এটি করার চেষ্টা করছি।'


আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে বসবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই মেগা আসরের এখনও বেশ কয়েক মাস বাকি। কিন্তু ফেভারিট দল হিসেবে বিশ্বকাপের মঞ্চে পা রাখতে এখনই প্রস্তুতি শুরু করতে চান দ্রাবিড়।


তিনি বলেন, 'আপনি ইভেন্টের কাছাকাছি চলে যাচ্ছেন, আপনার স্কোয়াড পাকা করা দরকার। যদি না পারেন, তাহলে আমরা আজ যে যুগে বসবাস করছি তাতে আপনাকে ভাবতে হবে। স্পষ্টতই, আপনি বিশ্বকাপে মাত্র ১৫ জনকে নিতে পারবেন, তবে সেরা ১৮ থেকে ২০ জন খেলোয়াড়কে বাছাই করতে হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball